রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে, যেখানে একাধিক রেস্তোরাঁ ও দোকান আছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন- বাবুর্চি দীন ইসলাম (২৮), সহকারী জুয়েল (৩০), জোবায়ের (২০), ওয়েটার আরিফ (২০), ইকবাল (৩৫), উজ্জ্বল সর্দার (২৩), রাকিব (২৫), শাকিল (২২), ওমর ফারুক (৪৩), সিজান (২৫), রাসেল (৩৫) ও ইমরান (১৪)।
ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।
আহত দীন ইসলাম জানিয়েছেন, তিনি সাততলা থেকে তার বেয়ে নামতে গিয়ে পড়ে গেছেন। তিনি সেই ভবনের একটি রেস্তোরাঁয় বাবুর্চি হিসেবে কাজ করেন।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন বলেন, “আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের পা ফ্র্যাকচার হতে পারে- আমরা এক্স-রে করার পর বলতে পারব।”
0 coment rios: