অনলাইন ডেস্ক //
গত ২৪/০১/২০২৪ খ্রিঃ তারিখ ১৩:১০ ঘটিকা'য় বুড়িচং থানা'ধীন কালাকচুয়া সাকিনস্থ হাইওয়ে পুলিশ সুপার সিসি ক্যামেরা'র মিটারের জন্য স্থাপিত পোল হতে একটি ১০ কেভি ট্রান্সফরমার চুরির মামলা রুজু করা হয়। উক্ত মামলা'র প্রেক্ষিতে কুমিল্লা জেলা'র পুলিশ সুপার - এর - সার্বিক দিক নিদের্শনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স - এর - সহায়তায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। এর - ধারাবাহিকতায় উক্ত চৌকস টিম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ঘটনায় জড়িত আসামী : ১/ মোঃ মনির হোসেন (৩২) কে তাঁর বাড়ী চান্দিনা হতে গ্রেফতার করা হয়েছে। মোঃ মনির হোসেনের দেওয়া তথ্য মতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে সক্রিয় চোর চক্রের সদস্য ২/ মোঃ সোহেল (৩০) কে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামী মনির ও সোহেলদের দেখানো মতে অত্র মামলার ঘটনাস্থল হতে একটি ট্রান্সফরমারের খালি খোসা (বক্স) ও একটি ঢাকনা জব্দ করা হয়। অন্যান্য উদ্ধার'কৃত মালামালের বর্ননা -
১। তামার তার ১৬ কেজি।
২। ছোট-বড় স্টিলের পাত ৫০ কেজি।
৩। তামার কয়েল ০৪টি যার ওজন ৪৪ কেজি।
৪। লোহার তার ১৪ কেজি ৫০০ গ্রাম।
৫। লোহার তৈরি কয়েলের ঢাকনা ০৩টি।
৬। ট্রান্সফরমারে ঢাকনা ০২টি।
৭। ট্রান্সফরমারের খালি খোসা ০১টি।
0 coment rios: