04 February 2024

কুমিল্লা ঈদগাহ মোড়ে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ১৬ জন কিশোর অপরাধী গ্রেফতার হয়েছে।

                      ছবি: সংগৃহীত 
অনলাইন ডেস্ক //
গত ০২/০২/২০২৪খ্রি. তারিখ অনুমান ১৬.৫০ ঘটিকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দের জেরে কিশোর গ্যাং - এর - ঈগল গ্রুপ ও রতন গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ছোটরা সাকিনের সেন্ট মাইকেল কিন্ডারগার্টেন স্কুলের দক্ষিণ পাশে রাস্তার উপর সমবেত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। তখন উভয় পক্ষের বেশ কয়েকজন লোক গুরুতর আহত হয়। উভয় গ্রুপের সদস্যরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ০৯ জন কিশোর গ্যাং - এর - সদস্যকে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ধৃত করে। অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জন কিশোর গ্যাং এর সদস্য পালিয়ে যায়। কুমিল্লা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় - কোতয়ালী মডেল থানা ও জেলা ‍গোয়েন্দা শাখার একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং - এর - আরো ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে। রতন গ্রুপ এবং ঈগল গ্রুপ আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িত হয় । উভয় গ্রুপ ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তার করে দেশীয় অস্ত্র ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পরস্পরকে আহত করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের - নামে - কোতয়ালী মডেল থানা'য় পৃথক পৃথক আইনে মোট ০৪টি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: