Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

30 September 2023

করোনার চেয়ে শক্তিশালী এক ভাইরাসের আগমনের সতর্ক বার্তা দিলেন বিজ্ঞানীরা এবং WHO,মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৫ কোটির মত।ডিজিজ এক্স

করোনার চেয়ে শক্তিশালী এক ভাইরাসের আগমনের সতর্ক বার্তা দিলেন বিজ্ঞানীরা এবং WHO,মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৫ কোটির মত।ডিজিজ এক্স

করোনার চেয়ে শক্তিশালী এক ভাইরাসের আগমনের সতর্ক বার্তা দিলেন বিজ্ঞানীরা। wHO এর মতে এই ভারাসে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৫ কোটির মত।
"ডিজিজ এক্স"

30 August 2023

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’, ১২৫ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’, ১২৫ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’, ১২৫ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’। মঙ্গলবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকালের দিকে শক্তি বাড়িয়ে ক্রমেই ফ্লোরিডার টম্পা অঞ্চলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি। খবর এনবিসি নিউজের। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইডালিয়া ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার (৩০ আগস্ট) দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে। দেশটির জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি এ তথ্য জানিয়েছে।
স্যাটেলাইট চিত্রে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’। 
  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছে, ফ্লোরিডায় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ইদালিয়া। স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) সকালের দিকে সর্বাধিক ১২৫ কিলোমিটার গতিবেগে এটি আছড়ে পড়তে পারে ফ্লোরিডা উপকূলবর্তী এলাকায়।
শক্তিবৃদ্ধির কারণে গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়টি এই মুহূর্তে হ্যারিকেনে পরিণত হয়েছে। এটি এখন ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
 
ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ফ্লোরিডা রাজ্যের ৬৭ কাউন্টির মধ্যে ৪৭টি কাউন্টিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। উপকূল সংলগ্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
 
ইদালিয়া মোকাবিলায় ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ন্যাশানাল গার্ডদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিস্থিতিকে এমার্জেন্সি ঘোষণা করেছেন।
 
আরও পড়ুন: এবার যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’
 
ঘূর্ণিঝড়ের কারণে এরইমধ্যে তাম্পা ইন্টারন্যাশালান বিমানবন্দর এবং সেন্ট পিট -ক্লিয়ারওয়াটার ইন্টারন্যাশানাল বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে৷
 
উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চল, মধ্য ও পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে 'হারিকেন' বলা হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে হারিকেন আঘাত করে।
 
ঘূর্ণিঝড়টি গত রোববার (২৭ আগস্ট) ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়। এ সময় এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি ক্যাটাগরি-৩-এর শক্তিশালী হারিকেনে রূপ নেবে।
 
 
গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রে আঘাত হানে ঘূর্ণিঝড় 'হিলারি'। এতে ক্যালিফোর্নিয়ার পর্বত ও মরুভূমিগুলোতেও ৫ থেকে ১০ ইঞ্চির মতো বৃষ্টিপাত হয়। আবহাওয়াবিদরা জানান, এসব মরুভূমিতে সারা বছরেও এতো বৃষ্টিপাত হয় না।
 
এটি প্রথমে গত ২০ আগস্ট মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হানে। এতে বৃষ্টিপাত ও বন্যার ঘটনায় মেক্সিকোতে ১ জনের মৃত্যু হয়। পরদিন ২১ আগস্ট এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে। এর ফলে লস অ্যাঞ্জেলসের পূর্ব ও পশ্চিম অংশে ভারী বৃষ্টিপাত ও নজিরবিহীন বন্যার সৃষ্টি হয়।
 

29 August 2023

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপে সুযোগ নিচ্ছে চীন, ভারতের উদ্বেগ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপে সুযোগ নিচ্ছে চীন, ভারতের উদ্বেগ

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপে সুযোগ নিচ্ছে চীন, ভারতের উদ্বেগ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের ওপর নানা ধরণের চাপ প্রয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই বাড়তি চাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে আর চীন এই সুযোগ নেয়ার চেষ্টা করবে বলে মনে করে ভারত। এমন উদ্বেগের কথা মার্কিন যুক্তরাষ্ট্রকে অবগত করেছে দেশটি।
চীনের প্রেসিডেন্ট শি-জিনপিংয়ের সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত


সোমবার (২৮ আগস্ট) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আসন্ন দ্বাদশ নির্বাচনকে নিয়ে দেশটির ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশে কট্টরপন্থিরা আরও শক্তিশালী হতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছে ভারত।

 

নয়াদিল্লি বিশ্বাস করে ,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ইস্যুতে মার্কিন চাপ বাংলাদেশকে চীনের কাছাকাছি নিয়ে যাবে যা আঞ্চলিক রাজনীতিকে প্রভাবিত করবে।

 
যদিও ভারত স্পষ্ট করে বলেছে, তারাও বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু মার্কিন প্রশাসনের এ বিষয়ে খুব বেশি চাপ উগ্রবাদ ও মৌলবাদী শক্তিকে উৎসাহিত করবে বলে ধারণা ভারতের।
 
 
২০২১ সালের ডিসেম্বরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর ২০২৩ সালের মে মাসে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে।
 
এই অবস্থার মধ্যে গত ২৩ আগস্ট জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্ট বলেছেন, নির্বাচনে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে সমর্থন করে চীন। এছাড়াও একে অপরকে সমর্থনের জন্য ঢাকার সঙ্গে কাজ করবে বেইজিং।
 
এছাড়াও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিডআউটে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ওপর নির্ভরশীল এবং দুটি দেশই একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন করে না।'
 
আর শি জিনপিংয়ের এই বক্তব্য ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে। নয়াদিল্লি মনে করছে, শির এই বক্তব্য প্রমাণ করছে, শেখ হাসিনা সরকারের ওপর যুক্তরাষ্ট্রের লাগাতার চাপ প্রয়োগের নীতির কারণে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিচ্ছে চীন।
 
এছাড়া ভারত বিশ্বাস করে, জামায়াতে ইসলামী শক্তিশালী হলে উগ্রপন্থি শক্তি উৎসাহিত হবে। আর এর প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ওপরও পড়বে।