Showing posts with label কুমিল্লা সদর দক্ষিন. Show all posts
Showing posts with label কুমিল্লা সদর দক্ষিন. Show all posts

19 April 2024

গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীর তথ্য গোপনের অভিযোগ ভূশ্চিবাজার তদন্তকৃত পুলিশের

গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীর তথ্য গোপনের অভিযোগ ভূশ্চিবাজার তদন্তকৃত পুলিশের

নিজস্ব প্রতিবেদক//
ভূশ্চিবাজার তদন্ত কেন্দ্র, পেইজ থেকে জনান দেয় যে, এএসআই আবু তোরাফ হোসেন প্রধান সংগীয় ফোর্সসহ একটি জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।
যেখানে তিনি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সেখানে আবার আইনি প্রক্রিয়া!! 

যেই আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে জানান দিলেন, কিন্তু তার নাম ঠিকানা উল্লেখ করা হল না, তিনি কোন মামলায় ওয়ারেন্টভূক্ত ছিলেন তাও উল্লেখ করা হলো না, আবার তার ছবিতে একটি ইমোজি স্টিকার দিয়ে,  সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে,  এ নিয়ে আসামী ধৃত করা নিয়ে প্রশ্নবিদ্ধ! 

এ বিষয়ে ভূশ্চি ফাঁড়ির আইসি জহিরুল ইসলাম মুঠো ফোনে তার সাথে কথা বললে তিনি জানান, তারা লালমাই থানার অন্তর্ভূক্ত, আসামী ধৃত করার পর লালমাই থানায় হস্তান্তর করা হয়েছে,  লালমাই থানায় ফোন দেওয়ার জন্য, তিনি আরো বলেন, আমি তো গ্রেফতার করি নাই,  গ্রেফতার করেন এএসআই আবু তোরাফ ওনার সাথে কথা বলার জন্য উক্ত বিষয়ে। 

এএসআই আবু তোরাফকো মুঠো ফোনে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ওনি এই ছবি পোস্ট করেন নাই, ভূশ্চি তদন্তকেন্দ্র থেকে পোস্ট করা হয়েছে। 

 উল্লেখ্য প্রশ্ন থেকে যায় একজন আসামিকে গ্রেফতার করা হলেও আবার ওয়ারেন্ট ভূক্ত,  তার ঠিকানা লুকায়িত এবং তার ছবিতে ইমুজি স্টিকার লাগানো, এটা কিসের ইঙ্গিত বহন করে তা আর বুঝার বাকি রইল না।