Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

14 August 2023

ঘটনাবহুল মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনার ড্র

ঘটনাবহুল মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনার ড্র


ঘটনাবহুল মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনার ড্র

লা লিগার ২০২৩-২৪ মৌসুমটা মসৃণ হল না বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। মৌসুমের প্রথম ম্যাচেই গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। প্রথম হাফের আগেই ১০ জনে পরিণত হয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয় হাফে গেতাফেও ১০ জনে পরিণত হয়। শেষ পর্যন্ত নানান নাটকীয়তায় ম্যাচটি শেষ হয় গোলশূন্য।

গেতাফের ফুটবলার থেকে বল নিতে চেষ্টা করছেন লেভানডোভস্কি।  ছবি: সংগৃহীত
গেতাফের ফুটবলার থেকে বল নিতে চেষ্টা করছেন লেভানডোভস্কি। ছবি: সংগৃহীত

খেলার সময়




লা লিগায় রোববার (১৩ আগস্ট) গেতাফের মাঠে গিয়েছিল বার্সেলোনা। তবে সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি তারা। ম্যাচের ৪২ মিনিটে রাফিনহা লাল কার্ড দেখেন। আর ম্যাচের ৫৫তম মিনিটে লাল কার্ড দেখেন গেতাফের মাতা।  


লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে কাতালান ক্লাবটির শুরু হলো গোলশূন‍্য ড্র দিয়ে। পুরো ম্যাচ জুড়ে দারুণ সব সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়েছে লেভা-পেদ্রিরা। একের পর এক আক্রমণ করে পুরো ম্যাচে স্বাগতিকদের কোণঠাসা করে রাখে বার্সেলোনা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগেই বড় এক ধাক্কা খায় বার্সা।


ম্যাচের ৪৩তম মিনিটে গেতাফের ফুটবলার আলভারেসকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন রাফিনহা। এরপর অবশ্য কিছুটা আক্রমণাত্মক হয়ে খেলতে শুরু করে গেতাফে। তবে দ্বিতীয়ার্ধে বারো তম মিনিটে স্বাগতিকরাও ১০ জনে পরিণত হয়।

রোনাল্ড আরাউজোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হাইমে মাতা। এরপর আবারও ম্যাচে বার্সেলোনার দাপট শুরু হয়। তবে বারবার গেতাফের ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্থ করতে পারছিল না লেভা-গাভি-ফাতিরা। ম্যাচটা উত্তেজিত হয়ে ওঠে ৭০তম মিনিটে।

এই সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা কোচ জাভি। তার পাঁচ মিনিট পর খুব সহজ একটি সুযোগ ন্যস্ত করে বার্সেলোনার ডিফেন্ডার বালদে। গেতাফের বিপক্ষে মাঠে নামান হয় ১৬ বছর বয়সী ফুটবলার লামিন ইয়ামাল। মাঠে নেমেই দারুণ সব স্কিল দেখাতে থাকে এই ফুটবলার। তবে তাতেও কোন লাভ হয়নি। ম্যাচটি গোলশূন্য শেষ হয়। এ নিয়ে গেতাফের মাঠে টানা চার ম‍্যাচে গোল করতে ব‍্যর্থ হলো বার্সেলোনা।