Showing posts with label কুমিল্লা. Show all posts
Showing posts with label কুমিল্লা. Show all posts

23 April 2024

কুমিল্লায় এসআই মোঃ মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোটর সাইকেলসহ ০২ চোর গ্রেফতার

কুমিল্লায় এসআই মোঃ মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোটর সাইকেলসহ ০২ চোর গ্রেফতার

      উদ্ধারকৃত মোটরসাইকেল 

২২/০৪/২০২৪ ইং তারিখ রাত ০১:৩০ মিনিটের সময় কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ মোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্সসহ সদর দক্ষিন মডেল থানার কোটবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকায় পেট্রোল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি সালমানপুর দীঘির পূর্বপাড় আবুল হোসেনের গ্যারেজের সামনে রাস্তার উপর কয়েকজন মোটরসাইকেল চোর চক্রের সদস্য একত্রিত হয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়- বিক্রয় করতেছে। উক্ত সংবাদপ্রাপ্ত হয়ে এসআই মো: মোরশেদ আলম ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে ঘটনাস্থল হতে আসামীগণ পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্সের সহয়তায় আসামী মোঃ খোরশেদ আলম (৩০) কে ০১টি কালো রংয়ের Hero glamour মোটরসাইকেল যার রেজি: নং-কুমিল্লা ল-১১-৫৯৪৮ সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ খোরশেদ আলম (৩০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার সঙ্গীয় অপর আসামীগণ ১/ মোঃ শিপু ওরফে শিল্পা ওরফে শিপা (৩৭), ২/ রাকিবুল হাসান প্রকাশ রিয়াদ (২৭) দ্বয়ের হেফাজতে আরো ০৬ টি চোরাই মোটরসাইকেল রয়েছে মর্মে জানান। গ্রেফতারকৃত আসামীর তথ্য মতে সদর দক্ষিন মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির একটি চৌকশ টিম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা এলাকার পলাতক আসামী জসিম ও শিপুদ্বয়ের বসত বাড়ির উঠানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামী জসিম ও শিপু ঘর থেকে বাহির হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামীদ্বয়ের বসত-বাড়ী তল্লাশী করে ০৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম, ঠিকানা ও পিসিপিআর:-

১/ মো: খোরশেদ আলম (৩০), পিং: সেলিম মিয়া, মাতা: সেতারা বেগম, সাং: কোটবাড়ি রামপুর, ২৪ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, পো: হালিমানগর, থানা: সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা।

উদ্ধারকৃত আলামত:-

(i) ০১ টি নীল কালো রংয়ের YAMAHA FZS V2 150 CC MOTORCYCLE (ii) ০১ টি লাল কালো রংয়ের BAJAJ DISCOVER 110 CC MOTORCYCLE (iii) ০১ টি লাল কালো রংয়ের HONDA XBLADE 150 CC MOTORCYCLE (iv) ০১ টি নীল কালো রংয়ের BAJAJ DISCOVER 125 CC MOTORCYCLE (v) ০১ টি কালো রংয়ের TVS RAIDER 125 CC MOTORCYCLE (vi) ০১টি লাল কালো রংয়ের HERO GLAMOUR MOTORCYCLE

উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের করলে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-৩০, তারিখ- ২২/০৪/২০২৪ইং ধারা-৪১৩ পেনাল কোড, রুজু করা হয়।


02 March 2024

কিশোর গ্যাং এর উৎপাতে বাড়ছে চুরি প্রশাসন নিশ্চুপ।

কিশোর গ্যাং এর উৎপাতে বাড়ছে চুরি প্রশাসন নিশ্চুপ।



কিশোর গ্যাং এর উৎপাতে বাড়ছে চুরি। 

অনলাইন ডেস্ক ।।
কুমিল্লা আদর্শ উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভূবনঘর এলাকার মাসুদ রানার নতুন বসতঘরের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এর আগেও দের লক্ষ টাকার অধিক দোকানের মালামাল চুরি হয়েছিল। সে বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মাসুদ রানা।

জানা যায়, নতুন বসতবাড়ি তৃতীয় তলার বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে বৈদ্যুতিক মিস্তিরিরা মাসুদ রানাকে জানালে তিনি গিয়ে দেখেন ওই ভবনের ৪ লক্ষ টাকার অধিক সকল তার চুরি হয়েছে। এতে তিনি ভেঙ্গে পড়ে এলাকাবাসীর সহযোগিতা চান।

এদিকে দোকান চুরির ঘটনায় গত ২৯ ফেব্রুয়ারি সন্দেহবসত একজনকে হাতেনাতে আটক করে পুলিশ। ঘটনার সাথে সে ছেলেটি জড়িত নয় বলে তার জবানবন্দি নিয়ে পুলিশ ছেড়ে দেয়। বেশির ভাগ চুরির সঙ্গে মাদকসেবীরা জড়িত। মাদকের টাকা সংগ্রহের জন্যই তারা এসব চুরি করে। যার কারণে এলাকায় চুরির হিড়িক পড়েছে। ফলে চুরির আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

এলাকার গন্যমান্য ব্যক্তিরা বলেন, এ ঘটনা স্বাভাবিক কোনো লোক এ কাজ করতে পারবেনা। যারা বৈদ্যুতিক কাজের সাথে জড়িত তারাই এটা করতে পারে।

ভুক্তভোগী মাসুদ রানা বলেন, আমার দোকান চুরি হওয়ার পর আজ আমার নতুন বসঘরের ৪ লক্ষ টাকার বেশি তার চুরি হয়েছে। যারা এ তার চুরি করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি আমার ক্ষতিপূরণ পেতে চাই।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন বলেন, এ ঘটনাগুলো এলাকার কিছু কিশোরগ্যাং করে থাকে।আর তার চুরির বিষয়টি ব্যপারে আমরা সবাই একমত যারা বৈদ্যুতিক কাজের সাথে জড়িত তারা ছাড়া এই সুক্ষ্ম কাজ আর কেউ করতে পারবেনা।

11 February 2024

কুমিল্লায় কভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত

কুমিল্লায় কভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত

কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর কচুয়া সড়কের লক্ষ্মীপুর স্থানে কভার্ডভ্যান সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও আহত হয়েছেন দুইজন।

রোববার (১১ ফেব্রুয়ারী) সকাল ৯ ঘটিকার সময় উপজেলার লক্ষীপ়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের শরফত আলীর স্ত্রী জাহানারা আক্তার (৬৫), দক্ষিণ নগর গ্রামের রুহুল আমিনের ছেলে মনিরুজ্জামান (৪২) একই গ্রামের জিও মন্ডলের ছেলে পীযূষ মন্ডল (৩০) আনুয়া খোলা গ্রামের সরবত আলীর ছেলে শফিউল্লাহ (২৪) দরছখোলা গ্রামের অহদ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৮)। আহতরা হলেন, পেন্নাই গ্রামের আব্দুর রশিদের মেয়ে সাদিয়া আক্তার (২) নুরপুর গ্রামের মোঃ কামাল মিয়া ছেলে শরীফ (৫) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। ঘাতক কভার্ডভ্যান ও সিএনজি কে জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ফেরদৌস রহমান জানান, কভার্ডভ্যান কচুয়া যাওয়ার পথে উল্টো পথে আসা একটি সিএনজি কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান এবং দুই জন আহত হয়।

খবর পেয়ে দাউদকান্দি গৌরিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতও আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সবাই

01 February 2024

কে হতে যাচ্ছেন কুমিল্লা সিটির নতুন মেয়র, শহরজুড়ে কৌতুহল

কে হতে যাচ্ছেন কুমিল্লা সিটির নতুন মেয়র, শহরজুড়ে কৌতুহল

অনলাইন ডেস্ক//
কে হচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নতুন মেয়র– এ নিয়ে আলোচনা এখন শহরজুড়ে।

           সংগৃহীত ছবিঃকুমিল্লা সিটি কর্পোরেশন 

 ফেসবুকে দোয়া চেয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও বসে নেই, তারাও পছন্দের নেতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

এই সিটির আগের তিনটি নির্বাচন দলীয় প্রতীকে হলেও এবার তা হচ্ছে না। তবে অভ্যন্তরীণ কোন্দল থাকায় আওয়ামী লীগ ও বিএনপি থেকে একাধিক নেতা প্রার্থী হওয়ার ইঙ্গিত মিলছে। গত সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নিজাম উদ্দিন কায়সার আসন্ন উপনির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। 
২০১১ সালের ১০ জুলাই কুসিকের যাত্রার পর ২০১২ সালের প্রথম নির্বাচনে নৌকার প্রার্থী প্রয়াত অ্যাডভোকেট আফজল খানকে হারিয়ে নাগরিক কমিটির ব্যানারে মেয়র হন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। ২০১৭ সালের ২য় নির্বাচনে ধানের শীষ প্রতীকে নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করেন তিনি। ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন মারা যান মেয়র রিফাত। আগামী ৯ মার্চ এই সিটিতে ভোটগ্রহণ হবে। 
উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম সিকদার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন, দলের উপদেষ্টা ও ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম, সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিনের বড় মেয়ে তাহসীন বাহার সূচনা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মিঠু, এফবিসিআইর পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ডা. আজম খান নোমান, সাবেক ছাত্রলীগ নেতা মো. মাহবুবুর রহমান ও প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের স্ত্রী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। উভয়ে গত সিটি নির্বাচনে পরাজিত হন।  
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘দলীয় প্রতীক না থাকলেও প্রার্থিতার বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের দলীয় ফোরাম থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচনে অংশ নেওয়ার আশা আছে।’ সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘দলীয় নেতাকর্মী ছাড়াও নগরীতে আমার অনেক অনুসারী ও মুরব্বি আছে, যারা বিগত সময়ে পাশে ছিলেন। সবার সঙ্গে কথা বলছি, অনেকেই নির্বাচন করতে ইতিবাচক মতামত দিচ্ছেন।’ নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমি এখন দলের বাইরে। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই নগরবাসীর দোয়া নিয়ে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করব।’  
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, কুসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই সিটিতে ভোটার ২ লাখ ৪২ হাজার।

06 January 2024

29 November 2023

28 August 2023

২২ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে এল ই ডি (LED) লাইট বসানোর জন্য রাস্তা পরিমাপ করা হয়।

২২ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে এল ই ডি (LED) লাইট বসানোর জন্য রাস্তা পরিমাপ করা হয়।


২২ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে এল ই ডি (LED) লাইট বসানোর জন্য রাস্তা পরিমাপ করা হয়।খুব শীগ্রই সকল পাড়া  মহল্লা LED লাইটের আওতায় চলে আসবে। 

25 August 2023

১ নং বিজয়পুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মহিন উদ্দিন মেম্বার

১ নং বিজয়পুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মহিন উদ্দিন মেম্বার




            মহিন উদ্দিন মেম্বার  :ছবি সংগ্রহিত

১ নং বিজয়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহিন উদ্দিন মেম্বার। তিনি মেম্বার থাকা কালীন সময়ে এলাকার উন্নয়নে সব সময় নিজেকে ব্যস্ত রাখতেন। রাস্তাঘাট এমন ভাবে সুন্দর করে করেছেন যে কেউ দেখলে এমন মুগ্ধে মন্ডিত হবেন।  


তিনি এলাকা থেকে মাদক, সন্ত্রাস দূর করে সামাজিকতার মাঝে সবসময় নিজেকে বিলিয়ে দিতেন। কথায় আছে নাড়ীর টানে যেমন মানুষ ঈদ করতে যান ঠিক তেমনি তিনি ৩ নং ওয়ার্ডের মানুষের খোঁজবর নিয়ে যাচ্ছেন। তিনি মেম্বার থাকাকালীন সময়ে বিধবাভাতা, দরিদ্র মানুষের পাশে সব সময় থাকতেন।
তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী। তার জন্য সবাই দোয়া করবেন।