Showing posts with label কুমিল্লা নিউজ. Show all posts
Showing posts with label কুমিল্লা নিউজ. Show all posts

12 February 2024

কুুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে গতি আনতে গাড়ী হস্তান্তর করা হয়েছে।

কুুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে গতি আনতে গাড়ী হস্তান্তর করা হয়েছে।

কুুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে গতি আনতে গাড়ী হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক - কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমে গতি আনতে এবং থানা এলাকা'র জনগণের জানমালের নিরাপত্তা সহ অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি'র জন্য চান্দিনা থানা'য় ০১টি নতুন ডাবল কেবিন পিক আপ হস্তান্তর করা হয়েছে। রবিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার - আব্দুল মান্নান বিপিএম (বার) গাড়িটি চান্দিনা থানার ওসির নিকট হস্তান্তর করে। তিনি উক্ত বিষয় প্রসঙ্গে - কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম - এর - প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে। তখন আরো উপস্থিত ছিলো - কমান্ডেন্ট অফ ইন সার্ভিস মোঃ মিজান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্ব (ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ।

14 October 2023

নামাজে ইউএনওকে সরে দাঁড়াতে বলায় চাকরি হারালেন ইমাম!

নামাজে ইউএনওকে সরে দাঁড়াতে বলায় চাকরি হারালেন ইমাম!

মসজিদে জুমার নামাজের খুতবা চলছিল। শার্ট-প্যান্ট পরা একজন ভদ্রলোক এসে ইমামের বরাবর
প্রথম কাতারে (সারি) বসেন। ইকামত দিয়ে নামাজ শুরুর পূর্বেমুয়াজ্জিন সেই ভদ্রলোককে ইমাম
বরাবর জায়গা থেকে একটুসরে তাকে জায়গা করে দিতে বলেন। কিন্তু ভদ্রলোক সরতে আপত্তি করায়
ইমামও তাকে সামান্য সরতে অনুরোধ করেন।
নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ওই ইমাম জানতে পারেন তার চাকরি নেই। কারণ যাকে
সরতে বলেছিলেন ওই মুসল্লি ছিলেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
ফোরকান এলাহি অনুপম।
মসজিদের ঘটনায় ইউএনও ক্ষুব্ধ হয়ে একাধিকবার সেই ইমামকে মসজিদের পুকুরের পানিতে
চুবানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন চাকরি হারানো সেই ইমাম।
শুক্রবার (১৩ অক্টোবর) ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল ইউনিয়ন ভূমি অফিস
সংলগ্ন ভাটরা কাছারী কেন্দ্রীয় জামে মসজিদে।
ঘটনার দিন সকাল থেকে ইউএনও মসজিদ সংলগ্ন সরকারি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন।
শনিবার (১৪ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়। মসজিদের একাধিক মুসল্লি ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তারা।
তবে ঘটনাটি অস্বীকার করেছেন ইউএনও।
মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল বাশার বলেন, ‘খুতবা পড়ার শেষ পর্যায়ে ইমামের বরাবর
প্রথম সারিতে শার্ট-প্যান্ট পরা একজন ভদ্রলোক এসে বসেন। ইকামত শেষে নামাজে দাঁড়ানোর সময়
মুয়াজ্জিন ওই ভদ্রলোককে একটুসরতে বলেন। এরপর আমি নামাজ পড়াই। নামাজ শেষে আমি
মসজিদ থেকে বের হলে ওই ভদ্রলোক আমাকে ও মুয়াজ্জিনকে মসজিদেরl দক্ষিণে সরকারি
পুকুরপাড়ে ডেকে নিয়ে যান।
চিনতে পারিনি। তখন ইউএনও স্যার উত্তেজিত হয়ে বললেন, কোনো কথা নেই। তোকে এখন
পানিতে চুবাবো। তুই কত বড় মাওলানা হয়েছিস তোর ইন্টারভিউ নেব।’
তখন তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ ও মেম্বার গোলাপ হোসেনকে মোবাইল
ফোনে ডেকে নিয়ে আসেন। তারা আসার পর ইউএনও স্যার আমাকে প্রশ্ন করেন, আমাকে সরতে
বললেন কেন? কোন কিতাবে আছে মুয়াজ্জিন ইমামের বরাবর দাঁড়াতে হবে? তখন স্যারকে বললাম,
ইমাম যদি কোনো কারণে নামাজ পড়াতে ব্যর্থহয় সে ক্ষেত্রে ইমামের বরাবর যিনি থাকেন তিনি
ইমামের দায়িত্ব পালন করতে হয়। তা ছাড়া আমরা আপনাকে চিনতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তিনি চেয়ারম্যান-মেম্বারকে বলেন, আমি যখন বলবো তখন ইমাম,
মুয়াজ্জিন ও কমিটির লোকদের আমার অফিসে নিয়ে আসবেন। উত্তরে ইউপি চেয়ারম্যান বলেন,
এমনি গেলে যাবে, না গেলে ধরে নিয়ে আসবো।’
প্রায় দুই ঘণ্টা জেরার পর আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুকুরপাড় থেকে পাকা সড়কের দিকে গেলে
মসজিদের এক মুসল্লি এসে আমার চাকরি নেই বলে জানান। ইউএনও স্যার এবং চেয়ারম্যান তাকে
পাঠিয়েছেন বলে জানান।
মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, ‘আমি শুক্রবার অন্য মসজিদে নামাজ
পড়েছি। আমাদের মসজিদে উপস্থিত ছিলাম না। কিন্তু বিকেলে শুনেছি জুমার নামাজের পরে ইমামের
সাথে নির্বাহী অফিসারের সমস্যা হয়েছে।’
মসজিদের মুয়াজ্জিন হাফেজ পারভেজ হোসেন বলেন, ‘আমি ইউএনও স্যারকে চিনতে না পেরে সরতে
বলেছিলাম। সে কারণে নামাজের পরে ইউএনও স্যার পুকুরপাড়ে নিয়ে আমাকে ও ইমাম সাহেবকে
অনেক প্রশ্ন করেন। উত্তেজিত হয়ে ইমাম সাহেবকে কয়েকবার পানিতে চুবাবেন বলেছেন।’
স্থানীয় পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ বলেন, ‘ইউএনও
স্যার ইমামকে পানিতে চুবাতে বলেছেন কি না আমি শুনিনি। তবে ইমাম-মুয়াজ্জিন সঠিক কাজ
করেননি। ইউএনও স্যারকে নামাজের সময় সরতে বাধ্য করেছেন। এটা তারা করতে পারেন না। তা
ছাড়া ইমামের এলেম (জ্ঞান) অনেক কম। ইউএনও স্যারের অনেক সহজ প্রশ্নের উত্তর ইমাম দিতে বলেন, ‘মসজিদের ইমাম উপজেলা থেকে নিয়োগ দেওয়া হয় না। আপনি যে ঘটনার কথা বলেছেন,
এমন কোনো ঘটনার বিষয়ে আমি অবগত নই।’ এ কথা বলেই মোবাইল ফোনের কলটি কেটে দেন
তিনি।

06 October 2023

কুমিল্লার স্বাদ রেস্টুরেন্ট এন্ড
পার্টিসেন্টার শুভ উদ্বোধন

কুমিল্লার স্বাদ রেস্টুরেন্ট এন্ড পার্টিসেন্টার শুভ উদ্বোধন

প্রতিবেদক
এ.এইচ.পারভেজ
             ছবিঃ  এ.এইচ.পারভেজ
কুমিল্লা নগরী ২২ নং ওয়ার্ড পদুয়ার বাজার বিশ্বরোড লাকসাম রোডে বৃহস্পতিবার বিকেলে জমকালো আয়োজন ও ফিতা
কাটার মাধ্যমে কুমিল্লার স্বাদ রেস্টুরেন্ট এন্ড পার্টিসেন্টার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন
পদুয়ার বাজার বিশ্বরোড জামে মসজিদের খতিব মুফতি মোঃ ওমর ফারুক। এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ২২ নং
ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী
ছাদেকুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামাল হোসেন, ২২ নং ওয়ার্ডকাউন্সিলর মোঃ আজাদ হোসেন,
কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য মোঃ দুলাল হোসেন অপু, ২২ নং ওয়ার্ডযুবলীগের নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম,
সহ-সভাপতি ফয়েজ আহমেদ বুলু, মোঃ মনির, ২২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিন প্রমুখ।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো: রাসেল ও মো: আবুল খায়ের বলেন বাংলা ও চাইনিজ এন্ড থাইয়ের রুচিশীল খাবার
পরিবেশন করা হয়,প্রিয় কাস্টমার আপনাদের আত্মীয়-স্বজন ও প্রিয়জন, বন্ধু-বান্ধবদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানে খাবার
খাওয়ার জন্য আসবেন।

03 October 2023

কুমিল্লার বাগমারায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে,  ঘটনাস্থলে একজন নিহত হয়। এখনো হতাহতের এবং নিহতের সংখ্যা জানা যায় নি।

কুমিল্লার বাগমারায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে, ঘটনাস্থলে একজন নিহত হয়। এখনো হতাহতের এবং নিহতের সংখ্যা জানা যায় নি।

কুমিল্লার বাগমারায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে,  ঘটনাস্থলে একজন নিহত হয়। এখনো হতাহতের এবং নিহতের সংখ্যা জানা যায় নি।

17 September 2023

মিথ্যা মামলা, প্রাণ নাশের হুমকির বিরুদ্ধে  এবং পৈতৃক সম্পত্তির জন্য সংবাদ সম্মেলন।  কাজীপাড়া ২০ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন।

মিথ্যা মামলা, প্রাণ নাশের হুমকির বিরুদ্ধে এবং পৈতৃক সম্পত্তির জন্য সংবাদ সম্মেলন। কাজীপাড়া ২০ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন।

মিথ্যা মামলা,প্রাণনাশের হুমকির বিরুদ্ধে  এবং পৈতৃক সম্পত্তির জন্য সংবাদ সম্মেলন।  কাজীপাড়া ২০ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন। 
রিপোর্টার: এ.এইচ.পারভেজ
             ছবিঃ এ.এইচ.পারভেজ

কুমিল্লা নগরীর কাজীপাড়া এলাকায় ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে বাচঁতে ও জোরপূর্বক পৈতৃক সম্পত্তি রক্ষার জন্য,  ভূক্তভোগীর বাড়িতে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে জাকারিয়া ফেরদৌস মুন্না লিখিত সংবাদ সম্মেলনটি উপস্থাপন  করেন। এ সময় উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবদুল অহিদ, আবদুল খালেক, মাছুম, কাউসারসহ পরিবারের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আসসালামু আলাইকুম,
 প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আজ আমরা নিজের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে 
গিয়ে মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা 
করছি। 
আমি জাকারিয়া ফেরদৌস মুন্না, পিতা-জামাল হোসেন, সাং-কাজীপাড়া, সদর দক্ষিন, জেলা-
কুমিল্লা। আমার দাদারা ৫ ভাই এর ৫৯৮/৯৯ দাগের মোট ১২ শতাংশ সম্পত্তি ও রমিজ গং এর 
৫ ভাইয়ের ৫৯৮/৯৯ দাগে ১২ শতাংশ সম্পত্তি বিদ্যমান থাকা অবস্থায় রমিজ গংগণ অবৈধভাবে 
আমাদের ১২ শতাংশ থেকে ১.৭৩ সেন্ট সম্পত্তি অবৈধভাবে রমিজ গং গন দখল করে আছে। 
আমরা আমাদের সম্পত্তি ফিরিয়ে পেতে চাইলে তারা আমাদের নামে মিথ্যা মামলাসহ নানাভাবে 
হুমকী দমকী দিয়ে আসছে। 
এতে আমরা নিজরে জীবনরে নিরাপত্তা নিয়ে শংকিত আছি। 
আমাদের সম্পত্তি মিমাংসা কল্পে একাধিকবার শালীশ দরবারে এলাকার কাউন্সিলর সহ সকল 
গণ্যমান্য ব্যাক্তি বর্গের সমন্বয়ে সিদ্ধান্ত হয় যে, আমাদেরকে রমিজ গং গন ১.৫০ সেন্ট সম্পত্তি 
ফিরিয়ে দিবে। কিন্তু তারা তালবাহনা করে এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের কথা মান্য না করে 
তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের নামের কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় 
মামলা দায়ের করে। 
উক্ত মামলায় আমরা সবাই জামিনে আছি। এছাড়াও কুমিল্লা ADM কোর্টে আরেকটি মামলা 
দায়ের করেন। 
এছাড়াও তারা আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি প্রানে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। তাদের এ ধরনের হুমকিতে 
আমরা নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত, যে কোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা রমিজ গং রা 
ঘটাতে পারে। আমরা এ ধরনের হুমকী দমকী থেকে বাচঁতে এবং আমাদের পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে 
পেতে এবং মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা 
করছি।

06 September 2023

শীঘ্রই শুভ উদ্ধোধন হতে যাচ্ছে। কুমিল্লার স্বাদ। পদুয়ার বাজার বিশ্বরোড, লাকসাম রোড,  কুমিল্লা।

শীঘ্রই শুভ উদ্ধোধন হতে যাচ্ছে। কুমিল্লার স্বাদ। পদুয়ার বাজার বিশ্বরোড, লাকসাম রোড, কুমিল্লা।

শীঘ্রই শুভ উদ্ধোধন হতে যাচ্ছে। 
    কুমিল্লার স্বাদ। 
পদুয়ার বাজার বিশ্বরোড, লাকসাম রোড,  কুমিল্লা। 

03 September 2023

কুমিল্লায় প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া

কুমিল্লায় প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া











কুমিল্লায় প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া
রিপোর্ট ঃ এ.এইচ.পারভেজ
কুমিল্লা বরুড়ার খোশবাস হাইস্কুল মাঠে অত্যাধুনিক ২ টি অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী কে মহড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও টিতে দেখা যায় জালালপুর গ্রামের সাইফুল ইসলাম এর ছেলে ফরহাদ হোসেন ও খোশবাশ গ্রামের শাহআলমের ছেলে রিয়াজ হোসেন কে। প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া দিতে। কয়েকজন যুবক তাদেরকে টেনে পেছনে নিতে দেখা যায়।  সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে  ১৩ই আগস্ট।  এঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর ভীতি সৃষ্টি হয়েছে ওই এলাকাটিতে। কি নিয়ে এই অস্ত্রের মহড়া তা জানার চেষ্টা  চলছে।

30 August 2023

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে কুমিল্লার প্রবাসী জসিম

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে কুমিল্লার প্রবাসী জসিম

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে কুমিল্লার প্রবাসী জসিম
রাজধানীতে অচেতন অবস্থায় পড়ে থাকা এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
        অজ্ঞান পার্টির খপ্পরে পড়া জসিম উদ্দিন। 

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া জানান, ওই প্রবাসীর নাম জসিম উদ্দিন (৫৬)। তার সঙ্গে পাসপোর্ট ও ৩০০ টাকা ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

তিনি জানান, তার পাসপোর্ট ও ভিসা থেকে জানা গেছে, তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে আসার পর তিনি আজ আবার ওমান যাচ্ছিলেন। আজই তার বিমানের ফ্লাইট।

ধারণা করা হচ্ছে, ঢাকায় আসার পথে গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। তার সঙ্গে থাকা টাকা-পয়সা ও জিনিসপত্র খোয়া গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
 

26 August 2023

উত্তাল কুমিল্লা, বিএনপির কালোপতাকা মিছিল

উত্তাল কুমিল্লা, বিএনপির কালোপতাকা মিছিল

                ছবিঃ এ.এইচ পারভেজ

কুমিল্লা মহানগরে ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে বিএনপির কালোপতাকা মিছিল এবং বিএনপি নেতা আবু  ভাইয়ের মুক্তির দাবিতে গণ মিছিল।

14 August 2023