17 September 2023

মিথ্যা মামলা, প্রাণ নাশের হুমকির বিরুদ্ধে এবং পৈতৃক সম্পত্তির জন্য সংবাদ সম্মেলন। কাজীপাড়া ২০ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন।

মিথ্যা মামলা,প্রাণনাশের হুমকির বিরুদ্ধে  এবং পৈতৃক সম্পত্তির জন্য সংবাদ সম্মেলন।  কাজীপাড়া ২০ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন। 
রিপোর্টার: এ.এইচ.পারভেজ
             ছবিঃ এ.এইচ.পারভেজ

কুমিল্লা নগরীর কাজীপাড়া এলাকায় ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে বাচঁতে ও জোরপূর্বক পৈতৃক সম্পত্তি রক্ষার জন্য,  ভূক্তভোগীর বাড়িতে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে জাকারিয়া ফেরদৌস মুন্না লিখিত সংবাদ সম্মেলনটি উপস্থাপন  করেন। এ সময় উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবদুল অহিদ, আবদুল খালেক, মাছুম, কাউসারসহ পরিবারের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আসসালামু আলাইকুম,
 প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আজ আমরা নিজের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে 
গিয়ে মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা 
করছি। 
আমি জাকারিয়া ফেরদৌস মুন্না, পিতা-জামাল হোসেন, সাং-কাজীপাড়া, সদর দক্ষিন, জেলা-
কুমিল্লা। আমার দাদারা ৫ ভাই এর ৫৯৮/৯৯ দাগের মোট ১২ শতাংশ সম্পত্তি ও রমিজ গং এর 
৫ ভাইয়ের ৫৯৮/৯৯ দাগে ১২ শতাংশ সম্পত্তি বিদ্যমান থাকা অবস্থায় রমিজ গংগণ অবৈধভাবে 
আমাদের ১২ শতাংশ থেকে ১.৭৩ সেন্ট সম্পত্তি অবৈধভাবে রমিজ গং গন দখল করে আছে। 
আমরা আমাদের সম্পত্তি ফিরিয়ে পেতে চাইলে তারা আমাদের নামে মিথ্যা মামলাসহ নানাভাবে 
হুমকী দমকী দিয়ে আসছে। 
এতে আমরা নিজরে জীবনরে নিরাপত্তা নিয়ে শংকিত আছি। 
আমাদের সম্পত্তি মিমাংসা কল্পে একাধিকবার শালীশ দরবারে এলাকার কাউন্সিলর সহ সকল 
গণ্যমান্য ব্যাক্তি বর্গের সমন্বয়ে সিদ্ধান্ত হয় যে, আমাদেরকে রমিজ গং গন ১.৫০ সেন্ট সম্পত্তি 
ফিরিয়ে দিবে। কিন্তু তারা তালবাহনা করে এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের কথা মান্য না করে 
তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের নামের কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় 
মামলা দায়ের করে। 
উক্ত মামলায় আমরা সবাই জামিনে আছি। এছাড়াও কুমিল্লা ADM কোর্টে আরেকটি মামলা 
দায়ের করেন। 
এছাড়াও তারা আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি প্রানে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। তাদের এ ধরনের হুমকিতে 
আমরা নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত, যে কোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা রমিজ গং রা 
ঘটাতে পারে। আমরা এ ধরনের হুমকী দমকী থেকে বাচঁতে এবং আমাদের পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে 
পেতে এবং মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা 
করছি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: