Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

01 March 2024

বেইলি রোডে বহুতল ভবনে আগুন, উদ্ধার ৬৫

বেইলি রোডে বহুতল ভবনে আগুন, উদ্ধার ৬৫

অনলাইন ডেস্ক //
আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ১২ জন আহত হয়েছে।

রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে, যেখানে একাধিক রেস্তোরাঁ ও দোকান আছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।



আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- বাবুর্চি দীন ইসলাম (২৮), সহকারী জুয়েল (৩০), জোবায়ের (২০), ওয়েটার আরিফ (২০), ইকবাল (৩৫), উজ্জ্বল সর্দার (২৩), রাকিব (২৫), শাকিল (২২), ওমর ফারুক (৪৩), সিজান (২৫), রাসেল (৩৫) ও ইমরান (১৪)।

ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।

আহত দীন ইসলাম জানিয়েছেন, তিনি সাততলা থেকে তার বেয়ে নামতে গিয়ে পড়ে গেছেন। তিনি সেই ভবনের একটি রেস্তোরাঁয় বাবুর্চি হিসেবে কাজ করেন।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন বলেন, “আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের পা ফ্র্যাকচার হতে পারে- আমরা এক্স-রে করার পর বলতে পারব।”


বেইলি রোডে বহুতল ভবনে আগুনে অন্তত ১১ মৃত্যু

বেইলি রোডে বহুতল ভবনে আগুনে অন্তত ১১ মৃত্যু

শাহবাগ থানার এস আই মহিদুল ইসলাম জানান, তিনি ঢাকা মেডিকেলে আসা ১১ জন নিহত ব্যক্তির

অনলাইন ডেস্ক //

রাজধানীর বেইলি রোডের ছয়তলা ভবনে আগুনে অন্তত ১১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ।

রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহবাগ থানার এস আই মহিদুল ইসলাম জানান, তিনি ঢাকা মেডিকেলে আসা ১১ জন নিহত ব্যক্তির ছবি তুলেছেন। ঘটনাস্থলে আরো কতজন আছে তারা তারা এখনো জানেন না।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিত উদ্দিন বলেন, বেশ কয়েকজন মারা গেছেন। এখনো সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান শিকদার রাত সোয়া ১২টায় জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার পর ভবনটি থেকে নামতে গিয়ে ও আগুনে ১২ জন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।

আরও আসছে…

06 February 2024

সীমান্ত এলাকার মানুষ যেন সচেতন থাকেন: বিজিবির কমান্ডার

সীমান্ত এলাকার মানুষ যেন সচেতন থাকেন: বিজিবির কমান্ডার



বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলমের সংবাদ ব্রিফিং। সোমবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্ট এলাকায়ছবি: প্রথম আলো থেকে সংগৃহীত 

অনলাইন ডেস্ক//
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য আমাদের আশ্রয়ে আছেন। তার মধ্যে কয়েকজন আহত আছেন। তাঁদের আমরা চিকিৎসা দিচ্ছি। আমরা তাঁদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছি। তাঁদের দেখাশোনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস চেকপোস্ট এলাকায় বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কে এ সংবাদ ব্রিফিং হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম বলেন, ‘গতকাল রোববার সকালে হঠাৎ করে বিজিপি সদস্যরা সংঘর্ষের কারণে প্রাণ রক্ষায় বাংলাদেশে পালিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামতে বিজিপি সদস্যদের অনুপ্রবেশের সুযোগ দেওয়া হয় এবং তাঁদের অস্ত্র জমা নিয়ে বিজিবি হেফাজতে আনা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের সীমান্ত এখন পর্যন্ত বন্ধ আছে। কোনো রোহিঙ্গা, কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যাতে অনুপ্রবেশ করতে না পারে, আমরা কাজ করে যাচ্ছি।’
মোরশেদ আলম আরও বলেন, ‘আজ বেলা পৌনে তিনটার দিকে মর্টার শেলের আঘাতে বাংলাদেশ ভূখণ্ডে দুজন সাধারণ মানুষ নিহত হন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা তৎক্ষণাৎ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের কাছে কঠোর প্রতিবাদ জানাই। বিজিবি সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করে যাচ্ছে এবং মিয়ানমার সরকারের কাছে আমাদের কনসার্ন (উদ্বেগ) তারা তুলে ধরেছে। সীমান্ত এলাকার সাধারণ জনগণ যাতে সচেতন থাকেন। সীমান্ত এলাকায় লোকজন যাতে জমায়েত না হয়। সবাই যাতে নিরাপদ দূরত্বে থাকেন, আমরা সবাই সেদিকে লক্ষ রাখব।’

ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম বলেন, ‘কয়েক দিন আগে উখিয়ার পালংখালী সীমান্তের অভ্যন্তরে কয়েকটি মর্টার শেল এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারপরও বিজিবি বিষয়টি নিয়ে মিয়ানমার বিজিপির কাছে প্রতিবাদলিপি পাঠায়। একই সঙ্গে সীমান্তে বিজিবির সতর্কাবস্থা সম্পর্কে অবহিত করেছি। পরিস্থিতি জটিল আকার ধারণ করার পাশাপাশি গত শনিবার রাত থেকে তুমব্রু, বাইশফাঁড়ি, ঘুমধুম এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও বিজিপির মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এ পরিস্থিতিতে সীমান্তে বিজিবির সংখ্যা বাড়ানোর পাশাপাশি কঠোর সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। এতে বিজিবি সফল হয়েছে।’

05 February 2024

হত্যার পর সজিব যেভাবে মিলনের মরদেহ টুকরো করে গুম করে।

হত্যার পর সজিব যেভাবে মিলনের মরদেহ টুকরো করে গুম করে।

হত্যার পর সজিব যেভাবে মিলনের মরদেহ টুকরো করে গুম করে।
অনলাইন ডেস্ক//
কুষ্টিয়ায় ব্যবসায়ী মিলন হোসেনকে হত্যার পর ৯ টুকরো করে জেলার সাবেক ছাত্রলীগ নেতা এস কে সজিব। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় ব্যবসায়ী মিলন হোসেন (২৭) হত্যার ঘটনায় গ্রেফতার ছয়জনকে আদালতে তুলে দুজনের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। চার জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। গ্রেফতার ৬ জনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হত্যার পর সাবেক ছাত্রলীগ নেতা এস কে সজিব নিজ হাতে মিলনের মরদেহ ৯ টুকরো করে।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া সদর আমলি আদালতে রিমান্ড আবেদন করার পর চার জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জবানবন্দিতে আসামিরা কি জানিয়েছে তা জানা যায়নি। 


শনিবার রাতে মিলনের মা শেফালি খাতুন বাদী হয়ে অজ্ঞাত বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। আটক ছয়জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালতে নেয়া হয়।
আদালতে নেয়া আসামিরা হলেন: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার মৃত মিলন শেখের ছেলে সজীব শেখ (২৪), কুমারগাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (২৫), দেশওয়ালীপাড়ার কাজী ফরহাদ হোসেনের ছেলে কাজী লিংকন (৩২), সদর উপজেলার কান্তিনগর গ্রামের জনি প্রামাণিক (২১), হাউজিং সি ব্লকের আওলাদ খানের ছেলে ইফতি খান ও হাউজিং ডি ব্লকের সাইদুল ইসলামের ছেলে সজল ইসলাম (১৮)। সজীব জেলা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি। এদের মধ্যে সজল ও ইফতির সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার তাদের রিমান্ড শুনানি হবে। বাকি সজীব, ফয়সাল, লিংকন ও জনি ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিলনের দাফনের পর তার পরিবারের কয়েকজন সদস্য থানায় আসেন। নিহত মিলন হোসেনের মা শেফালি খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলা করার সময় মিলনের স্ত্রী মিমি খাতুন, দুলাভাই আশরাফুল ইসলামসহ গ্রামের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। 
যেভাবে মিলনকে হত্যা করা হয়

থানায় জিডির পর থেকে লাশের টুকরো উদ্ধার ও জড়িতদের ধরার অভিযানে পুরো নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ। পুলিশের এই শীর্ষ কর্মকর্তাসহ আরও ২/৩ জন কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা গেছে। 

গ্রেফতার ৬ জনের বরাত দিয়ে পুলিশের দুই কর্মকর্তা জানান, বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে ব্যবসায়ী অংশীদার সজল ফোন করে মিলনকে তাদের অফিসে (মিলনের) ডেকে নেয়। সেখানে আগে থেকে সজীবসহ আরও কয়েকজন অবস্থান নিয়েছিল। ওই কার্যালয়ে সজীব মিলনের কাছে চাঁদা দাবি করে। ভয়ভীতি দেখাতে তাকে মারধর করে। একপর্যায়ে মুখে গামছা গুজে নাক চেপে ধরে। ঘটনাচক্রে মিলন মারা যায়।
পুলিশের কর্মকর্তারা বলছেন, এসময় অফিসের দুটি কক্ষে সজীবদের অন্তত ১০ থেকে ১১ জন সদস্য ছিল। সেখানে দুটি কক্ষে তারা অবস্থান নেয়। লাশ গুম করতে সজীব পরিকল্পনার কথা জানায়। এসময় একজনকে সঙ্গে নিয়ে অফিসে তালা লাগিয়ে বাইরে চলে যায়। বাকিরা ঘরের ভেতর থাকে। দেড় ঘণ্টা ধরে শহরের তিনটি স্থানে দোকান থেকে কাটার যন্ত্র হেক্সো ব্লেড, পলিথিন ব্যাগ ও রক্ত পরিষ্কার করার জন্য জীবানুনাশক কেনে। তারা আবার বিকেল পাঁচটার দিকে অফিসে যায়। সেখানে গিয়ে দুর্বল চিত্তের ৪/৫ জনকে পাশের কক্ষে রাখে। সজীবসহ ৪/৫ জন মিলে এক কক্ষের বাথরুমে মরদেহ নিয়ে টুকরো করার কাজ করে। প্রায় ৪ ঘণ্টা ধরে কেটে ব্যাগে ভরে
হত্যার পর সজিব যেভাবে মিলনের মরদেহ টুকরো করে গুম করে
কুষ্টিয়ায় ব্যবসায়ী মিলন হোসেন (২৭) হত্যার ঘটনায় গ্রেফতার ছয়জনকে আদালতে তুলে দুজনের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। চার জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। গ্রেফতার ৬ জনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হত্যার পর সাবেক ছাত্রলীগ নেতা এস কে সজিব নিজ হাতে মিলনের মরদেহ ৯ টুকরো করে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়া সদর আমলি আদালতে রিমান্ড আবেদন করার পর চার জনের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জবানবন্দিতে আসামিরা কি জানিয়েছে তা জানা যায়নি। 


শনিবার রাতে মিলনের মা শেফালি খাতুন বাদী হয়ে অজ্ঞাত বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। আটক ছয়জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালতে নেয়া হয়।


আদালতে নেয়া আসামিরা হলেন: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার মৃত মিলন শেখের ছেলে সজীব শেখ (২৪), কুমারগাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (২৫), দেশওয়ালীপাড়ার কাজী ফরহাদ হোসেনের ছেলে কাজী লিংকন (৩২), সদর উপজেলার কান্তিনগর গ্রামের জনি প্রামাণিক (২১), হাউজিং সি ব্লকের আওলাদ খানের ছেলে ইফতি খান ও হাউজিং ডি ব্লকের সাইদুল ইসলামের ছেলে সজল ইসলাম (১৮)। সজীব জেলা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি। এদের মধ্যে সজল ও ইফতির সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার তাদের রিমান্ড শুনানি হবে। বাকি সজীব, ফয়সাল, লিংকন ও জনি ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিলনের দাফনের পর তার পরিবারের কয়েকজন সদস্য থানায় আসেন। নিহত মিলন হোসেনের মা শেফালি খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলা করার সময় মিলনের স্ত্রী মিমি খাতুন, দুলাভাই আশরাফুল ইসলামসহ গ্রামের আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

যেভাবে মিলনকে হত্যা করা হয়

থানায় জিডির পর থেকে লাশের টুকরো উদ্ধার ও জড়িতদের ধরার অভিযানে পুরো নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ। পুলিশের এই শীর্ষ কর্মকর্তাসহ আরও ২/৩ জন কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা গেছে। 

গ্রেফতার ৬ জনের বরাত দিয়ে পুলিশের দুই কর্মকর্তা জানান, বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে ব্যবসায়ী অংশীদার সজল ফোন করে মিলনকে তাদের অফিসে (মিলনের) ডেকে নেয়। সেখানে আগে থেকে সজীবসহ আরও কয়েকজন অবস্থান নিয়েছিল। ওই কার্যালয়ে সজীব মিলনের কাছে চাঁদা দাবি করে। ভয়ভীতি দেখাতে তাকে মারধর করে। একপর্যায়ে মুখে গামছা গুজে নাক চেপে ধরে। ঘটনাচক্রে মিলন মারা যায়।

পুলিশের কর্মকর্তারা বলছেন, এসময় অফিসের দুটি কক্ষে সজীবদের অন্তত ১০ থেকে ১১ জন সদস্য ছিল। সেখানে দুটি কক্ষে তারা অবস্থান নেয়। লাশ গুম করতে সজীব পরিকল্পনার কথা জানায়। এসময় একজনকে সঙ্গে নিয়ে অফিসে তালা লাগিয়ে বাইরে চলে যায়। বাকিরা ঘরের ভেতর থাকে। দেড় ঘণ্টা ধরে শহরের তিনটি স্থানে দোকান থেকে কাটার যন্ত্র হেক্সো ব্লেড, পলিথিন ব্যাগ ও রক্ত পরিষ্কার করার জন্য জীবানুনাশক কেনে। তারা আবার বিকেল পাঁচটার দিকে অফিসে যায়। সেখানে গিয়ে দুর্বল চিত্তের ৪/৫ জনকে পাশের কক্ষে রাখে। সজীবসহ ৪/৫ জন মিলে এক কক্ষের বাথরুমে মরদেহ নিয়ে টুকরো করার কাজ করে। প্রায় ৪ ঘণ্টা ধরে কেটে ব্যাগে ভরে।

আরও পড়ুন: সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা!

বুধবার রাত সাড়ে নয়টার দিকে চারটি মোটরসাইকেলযোগে সাতজন ব্যাগ নিয়ে বের হয়ে আসে। বাকিদের সজীব যে যার মতো বাড়ি চলে যেতে বলে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। পুলিশ শহরের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে তাতে দেখা গেছে রাত ৯টা ৩২ মিনিটের দিকে চারটি মোটরসাইকেলে সাতজন শহরের ছয় রাস্তা মোড় হয়ে হরিপুর সেতু নিয়ে পদ্মার চরের দিকে চলে যায়। রাত ১১টার মধ্যে লাশের টুকরোগুলো পদ্মার চরে বালু চাপা দিয়ে যে যার মতো বাড়ি চলে যায়। তবে সবাই স্বাভাবিকভাবে শহরে চলাফেরা করতে থাকে। কেউ পালানোর চেষ্টা করেনি বলে পুলিশ জানিয়েছে।


জিডির সূত্র ধরে সজলকে থানায় ডেকে নেয় পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ চলে। কিন্তু বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সারাদিনেও সে কোন তথ্য জানায়নি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সজল থানায় তার এক পরিচিত পুলিশ সদস্যকে মিলনকে হত্যার কথা জানায়। এরপর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন। শুক্রবার অভিযান চালিয়ে চার ঘণ্টার মধ্যে সজীবসহ আরও চারজনকে শহরের বিভিন্ন জায়গা থেকে  গোয়েন্দা পুলিশ আটক করে থানায় নেয়। সজীব আটকের পর তার ফোনে বিভিন্ন সময়ে কয়েকজন নেতা ফোন করে। এসময় ফোনটি পুলিশের হেফাজতে ছিল। তবে আটকরা মিলনকে হত্যার কথা অস্বীকার করতে থাকে।

শুক্রবার রাতে সজীব কান্না করতে করতে একপর্যায়ে সব ঘটনা পুলিশকে জানায়। ভোরের দিকে লাশের টুকরা উদ্ধারে যায় অন্তত ৫০ সদস্যের পুলিশ টিম। মরদেহ গুমের পর লাশ টুকরো করতে ব্যবহৃত যন্ত্র বাধবাজার এলাকায় একটি পুকুরে ফেলে দেয় এবং মিলনের ব্যবহৃত মোবাইলফোনও জঙ্গলে ফেলে দেয়। সেই ফোন এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া) পলাশ কান্তি নাথ বলেন, ঘটনায় জড়িত থাকায় এখন পর্যন্ত ১৩/১৪ জনের নাম পাওয়া গেছে। আরও অধিকতর যাচাই বাছাই চলছে। সব আসামিদের ধরা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। 

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা সবাই একে অপরের পরিচিত। মিলন হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতো। একই এলাকায় আরেকটি বাসা ভাড়া নিয়ে সেখানে অফিস হিসেবে অনলাইনে কাজ করতেন।

এদিকে জানা যায়, ইয়াসির আরাফাত তুষার ও সাদ আহাম্মেদের কমিটিতে ২০১৭-১৮ সালের দিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদকের পদ পায় এস কে সজিব। এরপর থেকেই কিশোর গ্যাং গঠন করে এলাকায় চাঁদাবাজি, মারধর, মাদক কারবারসহ নানা অপকর্ম শুরু করেন তিনি।

নানা অপরাধে জড়িত হওয়ার পরও জেলা ছাত্রলীগের সবশেষ কমিটিতে সহ-সভাপতির পদ পায় সজিব। এরপর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। শহরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় তাকে। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের ওপর হামলাসহ নানা অপকর্মের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

06 January 2024

আজ রাত ১২টা থেকে বন্ধ মোটরসাইকেল চলাচল

আজ রাত ১২টা থেকে বন্ধ মোটরসাইকেল চলাচল

               ছবিঃ  সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ মধ্যরাত ১২টা থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তাছাড়া কাল রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপি বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এই নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।
নিষেধাজ্ঞা যেসব ক্ষেত্রে শিথিলযোগ্য : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন; আত্মীয়স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শনপূর্বক) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসাবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন।

নিষেধাজ্ঞা আরও যেসব ক্ষেত্রে শিথিলযোগ্য হবে তার মধ্যে রয়েছে-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর জন্য ১টি, প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে)-এর জন্য ১টি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে; সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে; নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল এবং প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত যানবাহন। ঢাকা মহানগর থেকে বের হওয়া বা ঢোকার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগে নিষেধাজ্ঞা শিথিল থাকবে

10 October 2023

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

     ছবিঃ সংগ্রহীত

সোমবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী।

অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, বেগম জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না । লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তার। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক। জরুরি ভিত্তিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। না হলে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন।

তিনি জানান, লিভারের সংক্রমণের কারণে বারবার পেটে পানি চলে আসছে বেগম জিয়ার। উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও কাজ হচ্ছে না। পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এ জন্য ইতোমধ্যে তাকে দুই দুই বার সিসিইউতে নেওয়া হয়েছে।

চিকিৎসক এফ এম সিদ্দিকী বলেন, বেগম জিয়ার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় এ পর্যন্ত ৪ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমাদের হাতে আর কিছু নেই, যা কিছু করার ছিল করেছি। উন্নত চিকিৎসাই একমাত্র ভরসা। ২ বছর আগে টিপস পদ্ধতিতে চিকিৎসা হলে বেগম জিয়ার পেটে ও হৃদযন্ত্রে রক্তক্ষরণ হতো না। উনার অবস্থাও এত আশঙ্কাজনক হতো না।

তিনি বলেন, বাংলাদেশে টিপস ও লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় না। ২০০৬ ও ২০০৮ এ বারডেমে পরীক্ষামূলকভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট চালু হলেও সেটি অব্যাহত রাখা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে পরীক্ষামূলক চালু হয়েও আবার বন্ধ হয়ে গেছে।

12 September 2023

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনশাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তাফাকে প্রত্যাহার।

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনশাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তাফাকে প্রত্যাহার।

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন
শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তাফা
কে প্রত্যাহার।
শাহবাগ থানা। ছবি: সংগৃহীত
ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তাফাকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
 

এর আগে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় পুলিশের রমনা বিভাগ থেকে বদলি হওয়া অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বারডেম হাসপাতালে প্রশাসনিক এক কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এডিসি হারুন। সেই বাগ্‌বিতণ্ডা থামাতে ওই প্রশাসন কর্মকর্তার ডাকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীম হাজির হলে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে মারধরের অভিযোগ ওঠে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে। আহতদের একজন হাসপাতালে ভর্তি, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

01 September 2023

ছাত্রলীগ চোর, সরকার আইসিইউতে: বিএনপি

ছাত্রলীগ চোর, সরকার আইসিইউতে: বিএনপি

ছাত্রলীগ চোর, সরকার আইসিইউতে: বিএনপি
সরকারকে এখন আর দেশের মানুষ দেখতে চায় না জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার এখন আইসিইউতে আছে। রাজপথেই সরকারের সঙ্গে ফয়সালা করবেন তারা।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শুরুর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফাইল ছবি

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শুরুর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন দলটির নেতারা।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা গরু চুরি থেকে শুরু করে এমন কোনো চুরি নেই যেখানে তারা জড়িত নয়।


এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির উৎসব নয়, বাংলাদেশের উৎসব। কারণ, এই দল সৃষ্টি হয়েছে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। আর গণতন্ত্রের লড়াইয়ে অন্তরায় আওয়ামী পুলিশবাহিনী, আওয়ামী বিচারক লীগ। সরকারি কর্মকর্তাদের রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। তা নাহলে জনগণ তাদের ছাড় দেবে না।
 

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, এক দফার আন্দোলনের মাধ্যমেই বাকশালি সরকারকে বিদায় দিতে হবে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, তারা আসলে স্বৈরাচারী প্রতিভূ। আওয়ামী লীগ ঘুম-খুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দেবে না।

একই অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ লুটেরার দল, খুনির দল। এই লুটেরা-খুনিদের দলের সমাবেশে এখনও চেয়ারই ভরেনি। জনগণ কাকে চায়, ক্ষমতা ছেড়ে রাস্তায় আসেন, ভোট করেন তখন দেখা যাবে। এখনও সময় আছে বেগম জিয়ার হাতে-পায়ে ধরে মাফ চান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দিন। চেয়ার থেকে নামালে চেয়ারের হাতলও ভাঙতে পারে, কাপড়ও ছিঁড়তে পারে।’

সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রবাসীদের রেমিট্যান্স লুট করে বিদেশে পাচার করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। তারা সরকারের পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে এ লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে।’
 

এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, সরকারের সঙ্গে ফয়সালা হবে রাজপথে। এই সরকারকে এখন আর দেশের মানুষ দেখতে চায় না। বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন আমান।
বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। বিভিন্ন অপপ্রচার হচ্ছে উল্লেখ করে তা বন্ধে ছাত্রলীগকে ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেয়া

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।

 

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তারপরও অনেকে কিছু দেখে না। তারা চোখ থাকতেও অন্ধ। তাদের বলব, চক্ষু ইনস্টিটিউট করে দিয়েছি, ১০ টাকায় টিকিট কেটে সেখানে তারা চোখ দেখিয়ে আসতে পারেন।’
 
বিএনপির হাওয়া ভবন সংস্কৃতি, জঙ্গিবাদে মদতসহ অপশাসন ওয়ান-ইলেভেন আনে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, সামরিক শাসকের হাতে তৈরি দল আবার হরণ করতে চায় মানুষের ভোটাধিকার, ধ্বংসের মুখে ঠেলতে চায় দেশকে।
 
শেখ হাসিনা বলেন, 
খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে ছাত্রদলই যথেষ্ট। বিপরীতে আমি ছাত্রলীগের হাতে খাতা-কলম তুলে দিয়েছিলাম।
 
 
তিনি বলেন, বিএনপি লুটেরা, সন্ত্রাসী, জঙ্গিবাদে বিশ্বাসী। ওরা ভোট পাবে না জেনেই নির্বাচনে আসতে চায় না। জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়। ওরা নাকি আবার গণতন্ত্র উদ্ধার করবে, যাদের জন্মই সামরিক স্বৈরশাসকের হাতে! ওরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়।
 
হাওয়া ভবন বানিয়ে দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদের দেশে পরিণত করে বিএনপি। আর সে কারণেই আসে জরুরি অবস্থা।
 

বক্তব্যে উঠে আসে ড. ইউনূস প্রসঙ্গও। সরকারপ্রধান বলেন, ‘পদ্মা সেতুতে নিজে নির্দেশনা দিয়ে বিশ্বব্যাংকের অর্থায়ন ঠেকান হিলারি ক্লিনটন। কিন্তু নিজের টাকায় পদ্মা সেতু করে দেশকে দেখিয়ে দিয়েছি, আমরা পারি। এরপরই দেশের ভাবমূর্তি বদলে গেছে।’
 

তিনি আরও বলেন, ‘বিএনপি বলে সর্বজনীন পেনশন স্কিম নাকি নির্বাচনী ফান্ড। এর থেকে লজ্জার কী হাতে পারে! মানুষের ভালো কিছু করতে চাইলে বিভ্রান্তি ছড়ায় বিএনপি। এ ক্ষেত্রে ছাত্রলীগকে ভূমিকা রাখার আহ্বান জানাই। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।’
 
১৯৭৪ সালে একটি দেশ কৃত্রিম উপায়ে খাদ্যসংকট তৈরি করেছিল। সেটা মাথায় রেখেই খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়েছি।
 

ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আগামী দিনে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে শিক্ষা শান্তি প্রগতির পতাকাধারী সংগঠনটি। বিভিন্ন অপপ্রচার হচ্ছে উল্লেখ করে তা বন্ধে ছাত্রলীগকে ভূমিকা রাখার নির্দেশনা দেন তিনি।

ছাত্রলীগের সমাবেশে যোগ দিলেন শেখ হাসিনা

ছাত্রলীগের সমাবেশে যোগ দিলেন শেখ হাসিনা

ছাত্রলীগের সমাবেশে যোগ দিলেন শেখ হাসিনা
বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জাতীয় নির্বাচন সামনে রেখে সমাবেশ থেকে ছাত্রসমাজের প্রতি বার্তা দিতে পারেন শেখ হাসিনা। ফাইল ছবি
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি।
 ১ সেপ্টেম্বর ২০২৩
ছাত্রলীগের সমাবেশে যোগ দিলেন শেখ হাসিনা
বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় নির্বাচন সামনে রেখে সমাবেশ থেকে
 ছাত্রসমাজের প্রতি বার্তা দিতে পারেন শেখ হাসিনা। ফাইল ছবি



শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি।

 

এ সময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান এবং ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিতে থাকেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। বলা হয়েছিল, বিকেল ৪টায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন। তবে নির্ধারিত সময়ের কিছু আগেই সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। জাতীয় নির্বাচন সামনে রেখে এই সমাবেশে ছাত্রসমাজের প্রতি বার্তা দেবেন শেখ হাসিনা।
 
এরই মধ্যে সমাবেশে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
 
এদিকে দুপুর থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করতেই ছাত্র সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
 

 
এর আগে সমাবেশে অংশ নিতে ছাত্রলীগের ১৩৬টি ইউনিট আলাদা আলাদা পোস্টার-ব্যানার আর রং-বেরঙের টুপি পরে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জানান দেন সাংগঠনিক দক্ষতা আর নিজেদের সক্ষমতার।

ভাদ্রের ভরদুপুরে ভ্যাপসা গরম আর বৃষ্টি উপেক্ষা করে গ্রাম থেকে নগর, কেন্দ্র থেকে তৃণমূল ছাত্রলীগ কর্মীদের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি তৃণমূলে সরকারের উন্নয়নের কথা পৌঁছে দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজীয় করতে কাজ করবে ছাত্রসমাজ।
 

নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের পাশে থেকে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় জানান সমাবেশে অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা।

জাতীয় নির্বাচন কেন্দ্র করে যেকোনো সহিংসতা মোকাবিলায় সরকারের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা আসে ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে।

31 August 2023

আ.লীগ নেতার গলায় জুতার মালা পরানো ভিডিও ভাইরাল

আ.লীগ নেতার গলায় জুতার মালা পরানো ভিডিও ভাইরাল

বরিশালে বিদায়ী সিটি মেয়রের ছবি নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলার অজুহাতে আ.লীগ নেতাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। হেনস্তার শিকার মনিরুজ্জামান খান বাচ্চু চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল নগরীর সোনার বাংলা মোটরসের স্বত্বাধিকারী।


বাকেরগঞ্জ উপজেলা চরামদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নাজমুল হাসান ওরফে ম‌ঈন জমাদ্দারের নেতৃত্বে ঘটনাটি ঘটেছে। সোমবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান। তিনি জানান, মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাইরাল হওয়া ভিডিওতে বলতে শোনা গেছে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছবি নামিয়ে রাখায় শাস্তিস্বরূপ গলায় জুতার মালা পরানো হয়েছে। একটি ভিডিওতে ওই ব্যবসায়ীকে বাধ্য করা হয়েছে সাদিক আব্দুল্লাহর ছবি দোকান থেকে নামিয়ে রাখা অন্যায় হয়েছে বলতে। অপরটিতে শোনা গেছে, ছবি নামানোর শাস্তিস্বরূপ শিক্ষা দেওয়ার কথা।

nagad

হেনস্তার শিকার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খান বাচ্চু বলেন, বরিশালের ১১ নম্বর ওয়ার্ড বান্দ রোডে সোনার বাংলা মোটরস নামে আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। আমার কক্ষে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি আছে। যেহেতু আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করি এবং আমার অফিসে বিভিন্ন নেতারা আসেন। এই ইস্যু কাজে লাগিয়ে মিথ্যা অভিযোগ তুলেছে যে সাদিক আব্দুল্লাহর ছবি আমার অফিস থেকে নামিয়ে রেখেছি। এই অভিযোগ তুলে আমাকে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, মূলত নাজমুল হাসান ওরফে মঈন জমাদ্দারের নেতৃত্বে আমাকে নির্যাতন করা হয়। গত ২২ আগস্ট মোবাইল ফোনে আমাকে শহীদ রহিম স্মৃতি পাঠাগার ক্লাবের পশ্চিম পাশের কক্ষে ডেকে নেয় মঈন।

বিকেল ৩টার দিকে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে রুম আটকে সেখানে থাকা সাব্বির, আব্দুল, কাওছার, সোহাগ মারধর শুরু করে। এরমধ্যে একজন বিএনপির সমর্থক ও বাকিরা সাদিক আব্দুল্লাহর অনুসারী। আমাকে রুমের মধ্যে আটকে দফায় দফায় মারধর করে। মারধর করে তারা আমাকে বলতে বলে যে আমার ব্যক্তিগত অফিস থেকে মেয়র সাদিক আব্দুল্লাহর ছবি নামিয়েছি। ওরা যতবার এই কথা বলতে বলেছে, ততবার আমি বলেছি যে সাদিক আব্দুল্লাহর ছবি আমার অফিস থেকে নামাইনি। শেষে আরও মারধরের মাত্রা বাড়িয়ে দিলে বাধ্য হয়ে ওদের শেখানো কথা বলি যে সাদিক আব্দুল্লাহর ছবি নামিয়েছি এবং তা অন্যায় হয়েছে।

তিনি আরও বলেন, আমি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী। আমাকে হেনস্তা করার জন্য কাওছার জুতার মালা বানিয়ে দেয় আর সোহাগ আমার গলায় পরিয়ে দেয়। আমি দুই-তিনবার ফেলে দিই। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে আরও মারধর করে। শেষে আমি জ্ঞান হারালে গলায় জুতার মালা পরিয়ে চেয়ারে বসিয়ে ভিডিও করে। তার আগে মঈন জমাদ্দার কয়েক দফায় হুমকি দিয়েছে, আমি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর পক্ষে কাজ করলে বরিশালে থাকতে দেবে না। সাদিক আব্দুল্লাহ বরিশালে ফিরলে আমাকে মারধর করবেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামি নাজমুল হাসান ওরফে মঈন জমাদ্দার বলেন, মনিরুজ্জামান খান বাচ্চুর যে ভিডিও ছড়িয়েছে তা আমি ছড়িয়েছি এটা সত্য। কিন্তু জুতার মালা পরানোর যে ভিডিও তার আগের ভিডিওর সঙ্গে সম্পৃক্ত না। তাছাড়া ওখানে সাদিক আব্দুল্লাহর নাম বলাটাও আমার উচিত হয়নি। এটা আমি ভুল করেছি। এজন্য সাদিক ভাইও আমার ওপর খুব ক্ষিপ্ত হয়েছেন।


গণতন্ত্র শেখাতে আসবেন না, বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রী

গণতন্ত্র শেখাতে আসবেন না, বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রী

গণতন্ত্র শেখাতে আসবেন না, বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রী
রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশকে গণতন্ত্র শেখাতে আসবেন না বলে বিদেশিদের হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্র নিয়ে উতলা হওয়া দেশগুলোকে জিয়া, খালেদা ও এরশাদের শাসনামলের দিকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশের বিভিন্ন নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর ভূমিকার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।  
বিদেশিদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের পদলেহন করবে এমন সরকার চায় কিছু মোড়ল। ইউক্রেনও সেই মোড়লের বন্ধু হয়েছিল। এখন তারা (ইউক্রেন) বুঝতে পারছে। সেখানে আজ কী অবস্থা সেটি সারা বিশ্ব দেখছে। সেখানে নারী-শিশুসহ সবাই নির্যাতিত হচ্ছে। বড় দেশগুলো বন্ধু হলে ছোট দেশের শত্রুর অভাব হয় না।’

গণতন্ত্র শেখাতে আসবেন না, বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রী
রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশকে গণতন্ত্র শেখাতে আসবেন না বলে বিদেশিদের হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্র নিয়ে উতলা হওয়া দেশগুলোকে জিয়া, খালেদা ও এরশাদের শাসনামলের দিকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশের বিভিন্ন নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর ভূমিকার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি সময় সংবাদ
বাংলাদেশের বিভিন্ন নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর ভূমিকার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি সময় সংবাদ
দেবাশীষ রায়


বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।  

 

বিদেশিদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের পদলেহন করবে এমন সরকার চায় কিছু মোড়ল। ইউক্রেনও সেই মোড়লের বন্ধু হয়েছিল। এখন তারা (ইউক্রেন) বুঝতে পারছে। সেখানে আজ কী অবস্থা সেটি সারা বিশ্ব দেখছে। সেখানে নারী-শিশুসহ সবাই নির্যাতিত হচ্ছে। বড় দেশগুলো বন্ধু হলে ছোট দেশের শত্রুর অভাব হয় না।’


 
তিনি আরও বলেন, ‘আমেরিকা আজ এত মানবাধিকার-গণতন্ত্রের কথা বলে। কিন্তু আমার বাবার খুনি রশিদ আমেরিকায় আছে। তাদের এত করে বলার পরও খুনিকে ফেরত দেয়া হয় না। কেন দেয় না? আমাদের কি বিচার পাওয়ার অধিকার নেই? মানবাধিকার নেই? তারাই এখন গণতন্ত্রের ধ্বজাধারী হয়ে উঠেছে।’
 

 
দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি অশান্ত করে তুলতে দেশের বাইরে পাচার করা টাকা কাজে লাগাচ্ছে বিএনপি। বিদেশে বসে লুটপাটের টাকা ছড়িয়ে দেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে।
 
মহানগরের জ্যেষ্ঠ নেতাদের পর বক্তব্য রাখেন আওয়ামী লীগপ্রধান। তিনি আরও বলেন, অবৈধ রাজনৈতিক দলের কাছে গণতন্ত্রের বার্তা শোনা দুর্ভাগ্যজনক।
 
জিয়াউর রহমানের লাশ না থাকার পরও সংসদ ভবন এলাকায় বিএনপি নেতারা কার কবরে শ্রদ্ধা জানান, সেই প্রশ্নও তোলেন বঙ্গবন্ধুকন্যা।
 
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দোহাই দিয়ে সরব হওয়া বিদেশি শক্তিগুলোকে ইঙ্গিত করে সরকার প্রধানের স্পষ্ট আহ্বান, চোখ রাখতে হবে অতীতের বাংলাদেশেও।
 
বিরোধীপক্ষের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘তাদের কিছু প্রভু আছে, তারা আবার একই সঙ্গে সুর মেলায়। তাদের প্রভুরা বলছে, বাংলাদেশে এখন গণতন্ত্র নাকি প্রতিষ্ঠিত করতেই হবে। সেসব লোকের কাছে বা সেসব দেশের লোকদের কাছে আমার প্রশ্ন: যারা বাংলাদেশের গণতন্ত্র খুঁজে বেড়ায়, জিয়াউর রহমান যখন জাতির পিতাকে হত্যা করে মার্শাল ল’ জারি করে ক্ষমতা দখল করেছিল, যখন এরশাদ মার্শাল ল’ জারি করে ক্ষমতা দখল করেছিল, তখন কারা কোথায় ছিল?’
 

‘আজ তারা নির্বাচন সুষ্ঠু চায়। জিয়া-এরশাদ-খালেদা যে নির্বাচন করেছিল তা তো আমরা দেখেছি। জিয়াউর রহমানের তিন তিনটি নির্বাচন, বিএনপির চারটি নির্বাচনে কী হয়েছিল সেটি আমরা দেখেছি। তখন তারা কোথায় ছিল,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

30 August 2023

হত্যা ও ষড়যন্ত্রকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: প্রধানমন্ত্রী

হত্যা ও ষড়যন্ত্রকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: প্রধানমন্ত্রী

হত্যা ও ষড়যন্ত্রকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আর যাদের সৃষ্টি অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত থেকে, তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


হত্যা ও ষড়যন্ত্রকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আর যাদের সৃষ্টি অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত থেকে, তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মরণসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, যাদের যাত্রা শুরু হয়েছে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া ও কারচুপির নির্বাচনের মধ্যদিয়ে, তাদের মুখে আর যা-ই হোক গণতন্ত্রের কথা শোভা পায় না।
 

তিনি বলেন, ‘তাদের কিছু প্রভু আছে, তারা আবার একই সঙ্গে সুর মেলায়। তাদের প্রভুরা বলছে, বাংলাদেশে এখন গণতন্ত্র নাকি প্রতিষ্ঠিত করতেই হবে। সেসব লোকের কাছে বা সেসব দেশের লোকদের কাছে আমার প্রশ্ন: যারা বাংলাদেশের গণতন্ত্র খুঁজে বেড়ায়, জিয়াউর রহমান যখন জাতির পিতাকে হত্যা করে মার্শাল ল’ জারি করে ক্ষমতা দখল করেছিল, যখন এরশাদ মার্শাল ল’ জারি করে ক্ষমতা দখল করেছিল, তখন কারা কোথায় ছিল?’
তিনি আরও বলেন,
আমরা যখন এ মিলিটারি ডিকটেটরদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কই তাদের তো তখন সে চেতনা দেখিনি। তখন তাদের কথা তো আমরা শুনিনি।

‘আজ তারা নির্বাচন সুষ্ঠু চায়। জিয়া-এরশাদ-খালেদা যে নির্বাচন করেছিল তা তো আমরা দেখেছি। জিয়াউর রহমানের তিন তিনটি নির্বাচন, বিএনপির চারটি নির্বাচনে কী হয়েছিল সেটি আমরা দেখেছি। তখন তারা কোথায় ছিল,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

 
এসব নির্বাচনে কীভাবে ভোট চুরি করে সেটা তো আমরা নিজের চোখে দেখেছি। আজ যারা বাংলাদেশে টর্চলাইট দিয়ে নির্বাচন খুঁজছে, তখন তারা কোথায় ছিল? তখন কি তারা অন্ধ ছিল যখন এরশাদ নির্বাচন করে ৪৮ ঘণ্টার মধ্যে রেজাল্ট দেবে বলেও না দিয়ে বন্ধ করে দিল। তখন তো তাদের এসব চাপ দেখিনি।
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে: কাদের

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলায় মেতেছে। এক এগারোর দুঃস্বপ্ন দেখছে তারা।
বুধবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের।


কাদের বলেন,
মির্জা ফখরুল ইসলামরা আন্দোলনে হোঁচট খেয়ে ওয়ান ইলেভেনের স্বপ্ন দেখছেন। দুঃস্বপ্ন দেখছেন কিনা সেটাই বিষয়। তারা বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। এই অশুভ খেলা আমরা খেলতে দেব না।

তিনি বলেন, ‘ড. ইউনূস জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনারে যায় না। বন্যা জলোচ্ছ্বাসে যার অংশগ্রহণ নেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পক্ষে বিবৃতি দিলেন। যে মানুষ বাংলাদেশের সুখে-দুখে নেই, তার জন্য দরদ কেন?’

ওবায়দুল কাদের আরও বলেন, নোবেল পুরস্কার পেয়েছেন বলেই, সব অপরাধ থেকে অব্যাহতি পাবেন, এমন কথা নেই। তিনি শ্রমিকের টাকা মেরে খেয়েছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন। আন্তর্জাতিক ব্যক্তিরা ইউনূসের পক্ষে যেখানে বিবৃতি দিয়েছেন, সেই স্পেস কিনতে ২ মিলিয়ন ডলার লেগেছে।

সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, ‘৭৫ এর খুনি, একুশে আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সঙ্গে আজ রাজনীতিতে সহাবস্থান করতে হয়। সেই শক্তির সঙ্গেই গণতন্ত্র নিয়ে কথা বলতে হয় এখন। 

‘যারা গণতন্ত্রকে হত্যা করেছে, দুর্নীতি করছে, তারাই গণতন্ত্র উদ্ধারের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তাদের লজ্জা নেই’, বলেন তিনি।
দুর্নীতি অব্যাহত রাখতেই গুমের পথ বেছে নিয়েছে সরকার: মায়ের ডাক

দুর্নীতি অব্যাহত রাখতেই গুমের পথ বেছে নিয়েছে সরকার: মায়ের ডাক

সরকার দুর্নীতি অব্যাহত রাখতেই বিরোধী মত দমনে গুমের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন।
গুমের শিকার প্রিয়জনদের খোঁজে শিশুসহ স্বজনদের আকুতি। ছবি
বুধবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
গত এক যুগে অনেক মানুষ গুম হয়েছে দাবি করে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা একহয়ে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে পাওয়ার আকুতি জানান।

তাদের দাবি, চোখের পানি আর রক্তাক্ত মুখের আর্তনাদ ফেরাতে পারেনি সন্তানকে। বৃদ্ধ বাবার কান্না খুঁজে পায়নি সন্তানকে। স্বামী হারানো স্ত্রীর দুঃখভরা মন জবাব খুঁজে পায় না সন্তানের প্রশ্নের। সন্তান বাবার খোঁজে পার করেছেন অসংখ্য রাত।

অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, সরকার তাদের অনিয়ম ও দুর্নীতি অব্যাহত রাখতেই বিরোধী মত দমনে গুমের পথ বেছে নিয়েছে। যার দায় ক্ষমতাসীনরা এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তারা।
 অনুষ্ঠান শেষে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা কাকরাইল থেকে নয়াপল্টন পর্যন্ত পদযাত্রা করে পালন করেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এ পদযাত্রায় রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

29 August 2023

তীব্র হয়ে উঠছে তিস্তার ভাঙন

তীব্র হয়ে উঠছে তিস্তার ভাঙন

তীব্র হয়ে উঠছে তিস্তার ভাঙন
তিস্তার ভাঙন রোধে স্থায়ী কোন ব্যবস্থা না থাকায় পানি বৃদ্ধি ও কমার সঙ্গে সঙ্গেই তীব্র হয়ে উঠছে ভাঙন। এতে করে এ বছর ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়েছে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার প্রায় ৫ শতাধিক পরিবার। দেবে গেছে বুড়িরহাটের তীররক্ষা আরসিসি সলিড স্পারের ৩০ মিটার। কয়েক বছর ধরে এ অবস্থা চললেও তিস্তার স্থায়ী ভাঙন রোধে মহাপরিকল্পনা আর সমীক্ষার মধ্যেই আটকে আছে পানি উন্নয়ন বোর্ড।
ভাঙনে নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও গাছপালা।

 

বৃষ্টির আর উজানের ঢলে তীব্র স্রোতে বইছে তিস্তার পানি। একের পর এক স্রোতের আঘাতে রাজারহাটের বুড়িরহাট এলাকায় দেবে গেছে তীর রক্ষা আরসিসি সলিড স্পার। এতে করে হুমকিতে পড়েছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের কয়েকটি গ্রাম। সলিড স্পারের বাকি অংশ রক্ষা করা না গেলে পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের।


অন্যদিকে নদীর দুই পাড় জুড়ে ভাঙন অব্যাহত থাকায় ঘরবাড়ি সরিয়ে নিতে দিশা পাচ্ছেন না মানুষজন। ভিটে মাটি হারানো পরিবারগুলো তাদের শেষ অবলম্বনটুকু রক্ষা করে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করলেও মিলছে না স্থান। এ অবস্থায় তিস্তার ভাঙন রোধের জোর দাবি জানান তারা।


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকার মমিন জানান, স্পারের অর্ধেক দেবে যাওয়ার ফলে ফলে বামতীরে আঘাত হানতে শুরু করেছে তিস্তার পানি। এরই মধ্যে ইউনিয়নের খিতাবখা, বড়দরগাসহ বেশ কয়েকটি এলাকায় ভাঙন শুরু হয়েছে।


খিতাবখা বড় দরগা এলাকার সামছুদ্দিন জানান, কয়েকদিনের ভাঙনে আমার সব শেষ হয়ে গেছে। ঘর সরিয়ে অন্যের জায়গায় রেখেছি। কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না। নদীর কাজ না করায় তাকে নিঃস্ব হতে হয়েছে বলে জানান তিনি।



তিস্তার ভাঙনের বিষয়ে উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে জানান, সর্বস্ব দিয়ে হলেও আরসিসি সলিড স্পারের বাকি ৩০ মিটার রক্ষা করা হবে। পাশাপাশি রংপুরের জনসভায় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজও চলমান রয়েছে। আশা করছি, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষের আর কোন কষ্ট থাকবে না।

জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ওপর দিয়ে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে তিস্তা নদী।
ঘাস কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

ঘাস কাটতে গিয়ে কৃষকের মৃত্যু


ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজিবুর মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার স্বমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


মুজিবুর মিয়া (৫০) উপজেলার স্বমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মিয়ার বাপের ছেলে।


স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে যান মুজিবুর। এক পর্যায়ে পানির মর্টারের পাশ দিয়ে পার হওয়ার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্দি সরকার জানান, মরদেহ নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।







অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণ শুরু

অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণ শুরু

অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণ শুরু
ফেসবুক ও ইউটিউবসহ অনলাইন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অপসারণ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বামে তারেক রহমান এবং ডানে বিটিআরসির মনোগ্রাম (ফাইল ছবি)

সংস্থাটির আইনজীবী রেজা-ই রাকিব মঙ্গলবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, হাইকোর্টের আদেশে অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি।
এর আগে, সোমবার (২৮ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন।
 
ওই দিন সকালে পলাতক উল্লেখ করে তারেক রহমানের সাম্প্রতিক দেয়া সব বক্তব্য ফেসবুক ও ইউটিউবসহ সব অনলাইন থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়। 
 

 
আইনের চোখে পলাতক থাকায় ২০১৫ সালে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে নির্দেশ দেন আদালত। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের আদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের মিডিয়ায় এ ব্যবস্থা নেয়ার কথা বলেন।
 

 
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। লন্ডন থেকে প্রায়ই তার বক্তব্য প্রচার করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে গত ২ আগস্ট তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ চেয়ে রুল শুনানির আবেদন করেন আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা।
যে বুলেট হাসিনাকে এতিম করেছে, সেই বুলেট বেগম জিয়াকে বিধবা করেছে: কাদের

যে বুলেট হাসিনাকে এতিম করেছে, সেই বুলেট বেগম জিয়াকে বিধবা করেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ হাসিনাকে এতিম করেছে, সেই একই বুলেট বেগম জিয়াকে ১৯৮১ সালের ৩০ মে বিধবা করেছে।

 সোমবার (২৮ আগস্ট) রমনার আইইবি চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের সোমবার (২৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে রমনার আইইবি চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান ১৯৭৫ সালে শেখ হাসিনাকে মারতে পারেনি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তার ছেলে তারেক রহমান।. তিনি বলেন, পলাশীর প্রান্তরে বাঙালিকে যে মীরজাফরের দল পরাজিত করেছিল, তেমনি ‘৭৫-এ জিয়া-মোশতাক গং পরাজিত করে বাঙালিকে। বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে, লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না, বিএনপির আন্দোলনে জনগণ নেই, আছে কেবল নেতাকর্মী। তিনি আরও বলেন, জনগণ যে আন্দোলনে নেই সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি। বাংলাদেশেও হবে না। বিএনপি নেতাদের উদ্দেশ করে কাদের বলেন, রাজনীতি করুন, তবে ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়ালে খবর আছে।

28 August 2023

নারায়ণ গঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নারায়ণ গঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যু



নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে বন্যা রাণী দাস (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন ১০টা ৪০ মিনিটে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় রেলওয়ে পুলিশ।


বন্যা রাণী ফতুল্লা থানার কাশিপুর এলাকার মৃত রণজিৎ দাসের মেয়ে এবং তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা থানা এলাকায় বলে জানা গেছে। রেলওয়ে পুলিশ বলছে, বিষয়টি আত্মহত্যা হতে পারে।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ খান সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে তরুণীর মরদেহ উদ্ধার করে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়টি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, জানতে চাইলে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপাতত ঘটনাটিকে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় ঢাকার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলাসহ যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’