সরকার দুর্নীতি অব্যাহত রাখতেই বিরোধী মত দমনে গুমের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন।
গুমের শিকার প্রিয়জনদের খোঁজে শিশুসহ স্বজনদের আকুতি। ছবি
বুধবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
গত এক যুগে অনেক মানুষ গুম হয়েছে দাবি করে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা একহয়ে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে পাওয়ার আকুতি জানান।
তাদের দাবি, চোখের পানি আর রক্তাক্ত মুখের আর্তনাদ ফেরাতে পারেনি সন্তানকে। বৃদ্ধ বাবার কান্না খুঁজে পায়নি সন্তানকে। স্বামী হারানো স্ত্রীর দুঃখভরা মন জবাব খুঁজে পায় না সন্তানের প্রশ্নের। সন্তান বাবার খোঁজে পার করেছেন অসংখ্য রাত।
অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, সরকার তাদের অনিয়ম ও দুর্নীতি অব্যাহত রাখতেই বিরোধী মত দমনে গুমের পথ বেছে নিয়েছে। যার দায় ক্ষমতাসীনরা এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তারা।
অনুষ্ঠান শেষে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা কাকরাইল থেকে নয়াপল্টন পর্যন্ত পদযাত্রা করে পালন করেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এ পদযাত্রায় রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
0 coment rios: