Showing posts with label ক্রাইম নিউজ. Show all posts
Showing posts with label ক্রাইম নিউজ. Show all posts

11 February 2024

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। 
অনলাইন ডেস্ক  - গত কয়েক ঘন্টা'য় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে -  মাদক ব্যবসায়ী - ১) মনিরুল ইসলাম মনির(২৪), পিতা-নজরুল হাওলাদার, সাং-বসুপাড়া বাশতলা, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা, বাংলাদেশ। এবং ২) মোঃ হাসান মৃধা(১৯), পিতা-মোঃ জয়নাল, সাং-মীরেরডাঙ্গা, থানা-খানজাহান আলী, খুলনা, বাংলাদেশ। উক্ত দু্ষ্কৃতকারীদের মহানগর - এর - লবণচরা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয় - এর - নিকট হতে ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। উক্ত সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয় - এর - নামে - সংশ্লিষ্ট থানা'য় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

31 August 2023

দুই সতিনের মাদকের সিন্ডিকেট!

দুই সতিনের মাদকের সিন্ডিকেট!



দুই সতিনের মাদকের সিন্ডিকেট!

রাজবাড়ীর সদর উপজেলায় ফেনসিডিল ও মদসহ দুই সতীনসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় তাদের বহনকরা প্রাইভেটকারটি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজবাড়ীর সদর উপজেলায় পুলিশের তল্লাশিতে ফেনসিডিল ও মদসহ দুই সতীনসহ আটক ৪। ছবি: সময় সংবাদ
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজবাড়ীর সদর উপজেলায় পুলিশের তল্লাশিতে ফেনসিডিল ও মদসহ দুই সতীনসহ আটক ৪। 



আটকরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের রোকন ওরফে আব্দুলাহর দুই স্ত্রী দেলোয়ারা বেগম (৪০) ও সাথী বেগম (২৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঘোনা গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুর নাহার (৪৯) ও শেরপুরের নকলা উপজেলার রামেরকান্দি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৫)।


আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, নাটোরের সিংড়া উপজেলার রাখালগাছা গ্রামের রোকন ওরফে আব্দুলাহ সাভারের আশুলিয়ার জামগড়ার দুই সতিন দেলোয়ারা বেগম ও সাথী বেগমকে নিয়ে ভাড়া থাকেন। দুই স্ত্রীকে আলাদা ভাড়া বাসায় রাখেন রোকন। দুজনকে  দিয়ে মাদক ব্যবসা করান তিনি। তাদের রয়েছে বড় মাদকের সিন্ডিকেট। দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গিয়ে ফেনসিডিল ও মদসহ বিভিন্ন মাদক সংগ্রহ করেন তারা। আশুলিয়ার জামগড়ায় নিজেদের ভাড়া বাসায় এনে ঢাকাসহ আশেপাশের এলাকায় চড়া দামে বিক্রি করেন।



ওসি বলেন, দুই সতিন তাদের সহযোগী নুর নাহারকে নিয়ে যশোরের ঝিকরগাছা থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল ভারতীয় মদ সংগ্রহ করে প্রাইভেটকারে করে আশুলিয়ার জামগড়ায় নিজেদের ভাড়া বাসায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করার সময় তাদের প্রাইভেটকারটি থামায় পুলিশ। প্রাইভেটকারটি তল্লাশি করে দুই সতিন ও তাদের সহযোগীর পায়ের কাছ থেকে দুটি ব্যাগভর্তি ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের তিনজনকে ও প্রাইভেটকারের চালককে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এদিকে আটকদের বিরুদ্ধে আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম. আল মামুদ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

30 August 2023

মোবাইল চুরিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল চুরিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোবাইল চুরিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
সাভারের আড়াপাড়া এলাকায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আকাশ মৃধা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।

এর আগে পৌরসভার আড়াপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে মোবাইল চুরির ঘটনায় এই মারধরের ঘটনা ঘটে।


নিহত আকাশ মৃধা (২৫) কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ভালুকাপাড়া এলাকার আব্দুল হালিম মৃধার ছেলে। পরিবারের সাথে তিনি সাভারের আড়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।  



স্থানীয়রা জানায়, সোমবার (২৮ আগস্ট) রাতে একটি অনুষ্ঠানে মোবাইল হারানোকে কেন্দ্র করে নয়ন ও প্রান্ত নামে দুই যুবককে মারধর করে স্থানীয় জাহাঙ্গীর আলমের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষ আড়াপাড়া এলাকায় বিষয়টি মীমাংসার জন্য উপস্থিত হয়। এসময় জাহাঙ্গীরের শ্যালক মামুন ও তার লোকজন আবারও নয়ন ও প্রান্তকে মারধর করে। এতে আকাশ বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমার ছেলের মোবাইল চুরির করার প্রতিবাদ করায় মামুন ও তার দুই বন্ধুকে কুপিয়ে আহত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।


সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, প্রাথমিকভাবে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে আকাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 


29 August 2023

ময়মনসিংহে সড়কে চাঁদাবাজি, দৃশ্যমান তৎপরতা নেই পুলিশের

ময়মনসিংহে সড়কে চাঁদাবাজি, দৃশ্যমান তৎপরতা নেই পুলিশের

ময়মনসিংহে সড়কে চাঁদাবাজি, দৃশ্যমান তৎপরতা নেই পুলিশের

সিটি কর্পোরেশন ও সমিতির নাম ভাঙিয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে সিএনজি অটোরিকশা থেকে অবৈধভাবে আদায় করা হচ্ছে চাঁদা। চালকদের অভিযোগ, চাঁদা না দিলে দিনের বেলায় প্রকাশ্যেই গালিগালাজসহ নির্যাতন করে আদায়কারীরা। অথচ কার্যকর কোন পদক্ষেপ না নিয়ে ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাসেই’ সীমাবদ্ধ পুলিশ।

ময়মনসিংহ শহরের রাস্তায় এভাবেই প্রকাশ্যে চলে চাঁদাবাজি। ছবি: সময় সংবাদ
ময়মনসিংহ শহরের রাস্তায় এভাবেই প্রকাশ্যে চলে চাঁদাবাজি। ছবি


রাস্তায় চাঁদাবাজির বিষয়ে একরকম নিরুপায় ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, কোন ধরনের চাঁদাবাজির খবর পেলে তারা পুলিশের ক্রাইম বিভাগকে জানান। তবে, দিনের বেলায় প্রকাশ্যে চাঁদাবাজি রোধে তেমন তৎপরতা নেই পুলিশের।


ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চৌরাস্তা মোড়ে সিএনজি অটোরিকশা থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করে কয়েকজন যুবক। সকাল, বিকেল কিংবা রাত-সমানভাবেই চলে চাঁদা আদায়। নগরীর কেওয়াটখালী থেকে বাইপাস যাওয়ার রাস্তায় একই চিত্র। সিটি কর্পোরেশনের কথা বলে আদায় করা হচ্ছে অবৈধ চাঁদা। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে একে একে সরে পড়ে চাঁদা আদায়কারীরা।

এই দুই পয়েন্ট ছাড়াও যানবাহন থেকে নিয়মিত চাঁদা নেয়া হচ্ছে আকুয়া-রহমতপুর বাইপাস সড়ক, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোড ও চরপাড়া মোড়ে। 



চালকদের অভিযোগ, প্রতিটি পরিবহনকেই নগরীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন হাজার খানেক টাকা চাঁদা দিতে হয়। না দিলে প্রকাশ্যেই করা হয় নির্যাতন। 

টাকা নেয়ার সময় চালক বা হেলপারকে দেয়া হয় একটি রিসিট। মূলত একটি সংগঠনের অফিস পরিচালনা ব্যয়সহ নানা খাতে খরচের যোগান দেয়ার কথা বলা হয়।

 

ময়মনসিংহ শহরে সিএনজিচালিত এক অটোরিকশার চালকের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা নিয়ে রিসিট দিচ্ছেন এক চাঁদা আদায়কারী। ছবি


এ বিষয়ে আরও জানতে সময় সংবাদ অনুসন্ধান চালায় নগরীর তিনটি পয়েন্টে। শম্ভুগঞ্জ ও কেওয়াটখালীতে সময়ের টিম দেখে সটকে পড়লেও নগরীর চরপাড়া মোড়ে সময় সংবাদের মুখোমুখি হয় চাঁদা আদায়কারীরা। তাদের দাবি, ময়মনসিংহ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলীর নির্দেশেই চাঁদা তোলেন তারা। এ বিষয়ে যোগাযোগ করা হলে, চাঁদা আদায়ে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন শ্রমিক নেতা লিয়াকত আলী।




নগরের এই চাঁদাবাজি বন্ধে কতটা কার্যকর ভূমিকা রাখছে পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের- এমন প্রশ্নের জবাবে দুই সংস্থাই বলছে, দ্রুত জোরালো পদক্ষেপ নেয়া হবে।

তবে, সিটি মেয়র ইকরামুল হক টিটু জানান, চাঁদাবাজি বন্ধে জেলা পুলিশের সঙ্গে কাজ করছে সিটি কর্পোরেশন।

প্রতিদিন কী পরিমাণ চাঁদা ওঠে তার কোন পরিসংখ্যান পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, কয়েক হাজার অটোরিকশা ও সিএনজি থেকে প্রতিদিন আদায় করা হয় বিভিন্ন অঙ্কের টাকা।


28 August 2023

বন্ধুকে ইয়ারফোনের নামে ইয়াবা উপহার!

বন্ধুকে ইয়ারফোনের নামে ইয়াবা উপহার!

বন্ধুকে ইয়ারফোনের নামে ইয়াবা উপহার!

রাজধানীতে ইয়াবাসহ মো. জাহিদ হাসান দিপু (২০) ও মো. সোহান আলী (২০) নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) রাত ৯টায় মিরপুর মডেল থানার ৬ নং সেকশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২য় তলা থেকে গ্রেফতার করা হয় তাদেরকে।

বন্ধুর কাছে উপহার হিসেবে ইয়াবা পাঠাতে গিয়ে ‍দুজন গ্রেফতার হয়েছেন। ছবিঃ সংগ্রহিত


গ্রেফতার দুইজনই একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই ইয়াবা তাদের আরেক বন্ধুর কাছে উপহার হিসেবে পাঠাচ্ছিলেন! ঝুঁকি এড়াতে সেই ইয়াবা যাচ্ছিল ইয়ারফোনের নামে, ইয়ারফোনের প্যাকেটে!


মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসীন সময় সংবাদকে জানান, গ্রেফতার দুইজন ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি নামের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা একই মেসে থাকতেন। সেখানেই তাদের বন্ধুত্ব। বর্তমানে তাদের কলেজ বন্ধ থাকায় এক বন্ধু চলে যান মেহেরপুর। সেই বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন দিপু ও সোহান। কেউ যাতে সন্দেহ না করে তাই তারা One Plus, Bullets Wireless Z2 ইয়ারফোনের মোড়কে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন।
 


ঝুঁকি এড়াতে তারা সেই প্যাকেট নিয়ে যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

27 August 2023

কুমিল্লায় চুরির অপবাদে যুবককে ঝুলিয়ে মারধর, ভিডিও ভাইরাল; ইউপি সদস্য আটক

কুমিল্লায় চুরির অপবাদে যুবককে ঝুলিয়ে মারধর, ভিডিও ভাইরাল; ইউপি সদস্য আটক


ভিডিও লিংক 

কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে বাড়ি
থেকে ডেকে নিয়ে আবদুল হান্নান নামে
এক যুবককে (২৮) রশি দিয়ে গাছের
সাথে ঝুলিয়ে মধ্যযো গীয় কায়দায়
নির্যাতন করা হয়েছে।
এ ঘটনার ৫৯ সেকেন্ডের একটি
ভিডিও শনিবার বিকাল থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
হয়ে পড়েছে। জেলার বরুড়া
উপজেলার ভাউকসার ইউনিয়নের
চৌত্তাপুকুরিয়া গ্রামে শনিবার সকাল
সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ বিকালে জহিরুল ইসলাম নামে ওই ইউপির এক সদস্যকে আটক করেছে। নির্যাতনের শিকার ওই যুবক একই
এলাকার আবদুল জব্বারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন।
ভিডিওতে দে খা যায়, একটি চুরির ঘটনার বিচারের নামে আবদুল হান্নান নামের এক যুবককে দুই পা বেঁধে মাথা নিচের দিকে রেখে
গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। রশি দিয়ে দুই পা বাধা ঝুলন্ত ওই যুবকের মাথার অংশ দোকানের সামনের একটি ড্রেনের উপর
মাটির সাথে রয়েছে। তাকে প্রকাশ্যে জনসমক্ষে লাঠি দিয়ে প্রহার করছেন ইউপি মেম্বার জহিরুল ইসলাম। এসময় তিনি বাঁচাও বাঁচাও
বলে চিৎকার করলেও তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।
স্থানীয়রা জানান, একটি দোকানে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজনের তালিকায় রেখে বাড়ি থেকে ওই যুবককে
ডেকে এনে অমানবিক নির্যাতন করেছেন।
প্রত্যক্ষক্ষদর্শী মোজাম্মেল হক নামের এক ব্যক্তি জানান, হান্নান যদি অপরাধ করে থাকে, তাহলে তাকে পুলিশে সোপর্দকরা যেতো।
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও ইউপি সদস্য আইন নিজের হাতে তুলে নিয়েছেন, অমানবিক নির্যাতন করেছেন।
তবে এ বিষয়ে জহিরুল ইসলাম মেম্বার সাংবাদিকদের বলেন, আবদুল হান্নান এলাকায় চুরির সাথে জড়িত আছে। তাকে অনেকবার
আইনের আওতায় দেওয়া হয়েছে, জেল থেকে বের হয়ে আবার চুরি শুরু করে। তাই তাকে সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে আবদুল হান্নান অজ্ঞাত স্থানে থাকায় তার বক্তব্য জানা যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমি নিজেই যুবকের বাড়িতে যাই, তবে তাকে
পাইনি। একজন ইউপি সদস্য এমনটি করতে পারেন না। বিষয়টি আইনশৃংখলা বাহিনী দেখছে, তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
সন্ধ্যায় বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই ইউপি
সদস্যকে আটক করা হয়েছে। নির্যাতীত আবদুল হান্নানকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার দেওয়া অভিযোগের
ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরুড়া উপজে লা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা জানান, নির্যাতনের ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
তবে নির্বাচিত একজন জনপ্রতিনিধির (ইউপি সদস্য) এমন কর্মকান্ডের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে বিধি মোতাবেক ব্যবস্থা
নেওয়া হবে।
 

20 August 2023

কুমিল্লার বুড়িচংয়ে ২০ টাকা নিয়েতর্কের এক পর্যায়ে ঘুসিতে একব্যক্তির মৃত্যু হয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে ২০ টাকা নিয়েতর্কের এক পর্যায়ে ঘুসিতে একব্যক্তির মৃত্যু হয়েছে।





কুমিল্লার বুড়িচংয়ে ২০ টাকা নিয়ে
তর্কের এক পর্যায়ে ঘুসিতে এক
ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোঃ গিয়াস উদ্দিন
(৪২), সে বুড়িচং উপজেলার
রামচন্দ্রপুর গ্রামের মৃত হাজী তফাজ্জল
হোসেন ফকিরের ছেলে।
শনিবার সন্ধ্যা ৭ টায় বুড়িচং
উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের
কংশনগর বাজার এলাকায় এ ঘটনা
ঘটে।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া করে অভিযুক্ত যুবক রাব্বি (১৯) কে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত রাব্বির বাড়ী নেত্রকোনা জেলার বারহাড্ডা থানাধীন দেউলী গ্রামে, তার পিতার নাম মোঃ সাইদুল ইসলাম।
বুড়িচং থানা ধীন দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) কাজী হাসান উদ্দিন জানান, নিহত গিয়াস উদ্দিন ও রাব্বি দুজনে
একসাথে কনস্ট্রাকশনের কাজ করে। শনিবার সারাদিন দুজন একসাথে কাজ করে টাকা নিয়ে কংশনগর বাজারে আসে।
নিহত গিয়াস উদ্দিন কাজের টাকা থেকে রাব্বিকে ২০ টাকা কম দেয়ায় রাব্বি উত্তেজিত হয়ে পরে। এ নিয়ে বাজারের উজ্জলের লেপ-
তোশক দোকানের সামনে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
তর্কের এক পর্যায়ে রাব্বি গিয়াস উদ্দিনকে ঘুসি মারে। এতে গিয়াস উদ্দিন মাটিতে লুটিয়ে পরে । স্থানীয় লোকজন আহত অবস্থায় গিয়াস
উদ্দিনেকে কংশনগর গোমতী হাসপাতল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
মৃত্যুর খবরে ঘাতক রব্বি পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার জানান, এ ঘটনায় রাব্বি নামে একজনকে আটক করা হয়েছে। মামলা
দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

11 August 2023

কুমিল্লায় পরোকিয়ার জেরে যুবককে হত্যা ; স্বামী -স্ত্রী গ্রেফতার

কুমিল্লায় পরোকিয়ার জেরে যুবককে হত্যা ; স্বামী -স্ত্রী গ্রেফতার


কুমিল্লার চান্দিনায় পুকুর থেকে যুবকের
বস্তা বন্দী লাশ উদ্ধারের ঘটনায় এক
নারী সহ দুইজনকে গ্রেফতার করেছে
পুলিশ। পরোকিয়ার জের ধরে
পরিকল্পিত ভাবে এ হত্যা কান্ড ঘটেছে
বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলো - সুনামগঞ্জ
জেলার ছাতক থানার গাবুর গাঁও
গ্রামের ফাতেমা বে গম ও তার স্বামী
শুক্কুর আলী ।
শুক্রবার বেলা ১২ টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলণ কক্ষে সাংবাবিকদের এসকল তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (
ট্রাফিক) মোঃ না জমুল হাসান।
তিনি জানান, বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের ছাড়াগাঁও নামক পাড়া থেকে ওই
লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো . আরিফ হোসেন (৩০)। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাতগাও গ্রামের আলাই মিয়ার ছেলে ।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত আরিফের সাথে গ্রেফতারকৃত ফাতেমা বেগমের পরোকিয়া ছিলো । এক মাস পূর্বে ফাতেমা
বেগম স্বামীর বাড়ী থেকে পালিয়ে নিহত আরিফের ভাড়া বাড়ীতে চলে আসে । উভয়ে এক মাস স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া বাড়ীতে থাকার
পর ফাতেমা বুঝতে পারে আরিফ তাকে বিয়ে না করে প্রতারণা করছে ।
তাই সে তার পূর্বের স্বামী কে নিয়ে আরফিকে হত্যার পরিকল্পনা করে । গত ৭ আগষ্ট রাতে ফাতেমা ও তার স্বামী শুক্কুর আলী আরিফকে
বালিশ চাপা ও সাবল দিয়ে আঘাত করে হত্যা করে লাশ বস্তা বন্দি করে পুকুরে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনা য় ১০ আগষ্ট রাতে জেলার দেবিদ্বার উপজেলার ওয়াহিদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার গ্রেফতারকৃত আসামীদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে ।

10 August 2023

আলসারের রোগীকে ক্যানসার বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

আলসারের রোগীকে ক্যানসার বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ


খুলনা নগরীর টুটপাড়া এলাকার আশিকুর রহমান ও তার বাবা আইয়ুব আলী (বাঁয়ে) এবং অভিযুক্ত চিকিৎসক জওহর লাল সিংহ।

 খুলনা নগরীর টুটপাড়া এলাকার মেধাবী ছাত্র আশিকুর রহমান। কিছু শারীরিক জটিলতার কারণে ২৩ মার্চ খুলনা নগরীর সার্জারি বিশেষজ্ঞ ডা. জওহর লাল সিংহের বেসরকারি প্রতিষ্ঠান গ্যাস্ট্রোলিভার অ্যান্ড কোলন রেক্টাল রিসার্স সেন্টারে যান তিনি।

সেখানে কোলোনোস্কোপি করে ডা. জওহর লাল সিংহ জানান আশিকের ক্যানসার হয়েছে। দাবি করেন অস্ত্রোপচারে লাগবে আড়াই লাখ টাকা।

কিন্তু ঘটনাটি এত সাদামাটা নয়। ঘটনার বিস্তারিত শুনলে গা শিউরে উঠবে যে কারও। জানা যাবে প্রাণরক্ষাকারী এমন পেশায় কীভাবে ভুয়া রিপোর্ট বানিয়ে কসাই হয়ে ওঠেন অসাধু চিকিৎসকরা।

nagad

চিকিৎসকের ধারণা আরও পোক্ত করতে রোগীর নমুনা পাঠানো হয় বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে। নির্ধারিত ২৬ তারিখে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও ৩০ মার্চ ল্যাবএইডের একটি রিপোর্টের ফটোকপি দেখিয়ে ডা. জওহর লাল জানান আশিকের ভয়াবহ ক্যানসার হয়েছে। দ্রুত অপারেশন না করালে রোগীকে বাঁচানো যাবে না।

ইউটিউব লিংক www.youtube.com/@AHTV7170

রিপোর্টের ফটোকপি দেখে কিছুটা খটকা লাগে রোগী আশিকের বাবা আইয়ুব আলীর। মূল রিপোর্ট দেখতে চাইলে জানানো হয়, এটি দেওয়া যাবে না- লাগবে অপারেশনের কাজে।

এরপর সেখানে অপারেশন না করিয়ে, আশিককে নিয়ে যাওয়া হয় ভারতের ভেলোরের একটি হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ক্যানসার নয়, আলসার ধরা পড়ে। ঘটনা এখানেই শেষ নয় বরং শুরু হলো।

ফেসবুক লিংক www.Facebook.com/ahtv7170

ছেলের প্রাণঘাতী ক্যানসার নেই শুনে আনন্দিত হলেও নিজ দেশে চিকিৎসা নিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ এনে ডা. জওহর লাল সিংহের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান আশিকের বাবা আইয়ুব আলী।

তবে ওই চিকিৎসক অভিযোগ অস্বীকার করে পুরো দায় চাপান বায়োপ্সি রিপোর্ট করা বেসরকারি প্রতিষ্ঠান ল্যাবএইডের ওপর।

ল্যাবএইড জানায়, ঢাকা থেকে তাদের পাঠানো পিডিএফ রিপোর্টে কোথাও ক্যানসারের বিষয়টি উল্লেখ নেই। বরং আলসারের কথা লেখা আছে।

এ বিষয়ে ল্যাবএইড খুলনা শাখার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, ‘ল্যাবএইড এ ধরনের ভুল রিপোর্টের সঙ্গে কখনই জড়িত নয়। বিএমএ যে সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমরা আছি।’

এরপরই রোগীর বাবা অভিযোগ করেন, মূল রিপোর্ট এডিট করে আলসার শব্দ মুছে ক্যানসার লিখে বিপুল অর্থ হাতিয়ে নিতে চেয়েছিলেন ডা. জওহর লাল। তার বিরুদ্ধে বিচারের দাবি জানান তিনি।

রোগীর আশিকের বাবা আইয়ুব আলী বলেন, ‘টাকার লালসায় ভুল তথ্য দিয়ে জাল কাগজ তৈরি করে ওই চিকিৎসক অপারেশন করে আমার ছেলেকে হত্যা করতে চেয়েছেন। চিকিৎসক সমাজের কলঙ্ক ডা. জওহর লাল সিংহ যেন আর চিকিৎসা দিতে না পারেন, তার যেন কঠোর শাস্তি হয়।’

অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন জওহর লাল সিংহ। পুরো দায় চাপান বায়োপ্সি রিপোর্ট করা বেসরকারি প্রতিষ্ঠান ল্যাবএইডের ওপর।

তিনি বলেন, ‘আমি যদি কোনো ভুল করে থাকি তবে বিধি মোতাবেক যে ব্যবস্থা হওয়ার তা হবে। মেডিকেল সায়েন্সে এমন অনেক সময় হয়ে থাকে, মতভেদ হয়। ডায়াগনস্টিক রিপোর্ট অনেক সময় ভুল হওয়ার জন্য চিকিৎসক ও রোগীদের খেসারত দিতে হয়।

ভুক্তভুগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনা জেলা বিএমএ এ বিষয়ে তদন্ত করে। বিএমএর একাধিক দায়িত্বশীল সূত্র এ ঘটনায় তদন্তে স্পষ্টভাবে জওহর লাল সিংহের প্রতারণার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

যদিও খুলনা বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম এ বিষয়ে কৌশলী জবাব দেন।

তিনি বলেন, ‘বিএমএ বিশেষজ্ঞ দল দিয়ে তদন্ত করছে। ল্যাবএইড মিথ্যা রিপোর্ট দিয়েছে নাকি চিকিৎসকের পক্ষ থেকে প্রতারণা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’