মোবাইল চুরিকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
সাভারের আড়াপাড়া এলাকায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আকাশ মৃধা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।
এর আগে পৌরসভার আড়াপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে মোবাইল চুরির ঘটনায় এই মারধরের ঘটনা ঘটে।
নিহত আকাশ মৃধা (২৫) কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ভালুকাপাড়া এলাকার আব্দুল হালিম মৃধার ছেলে। পরিবারের সাথে তিনি সাভারের আড়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানায়, সোমবার (২৮ আগস্ট) রাতে একটি অনুষ্ঠানে মোবাইল হারানোকে কেন্দ্র করে নয়ন ও প্রান্ত নামে দুই যুবককে মারধর করে স্থানীয় জাহাঙ্গীর আলমের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষ আড়াপাড়া এলাকায় বিষয়টি মীমাংসার জন্য উপস্থিত হয়। এসময় জাহাঙ্গীরের শ্যালক মামুন ও তার লোকজন আবারও নয়ন ও প্রান্তকে মারধর করে। এতে আকাশ বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমার ছেলের মোবাইল চুরির করার প্রতিবাদ করায় মামুন ও তার দুই বন্ধুকে কুপিয়ে আহত করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, প্রাথমিকভাবে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে আকাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 coment rios: