বন্ধুকে ইয়ারফোনের নামে ইয়াবা উপহার!
রাজধানীতে ইয়াবাসহ মো. জাহিদ হাসান দিপু (২০) ও মো. সোহান আলী (২০) নামে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) রাত ৯টায় মিরপুর মডেল থানার ৬ নং সেকশনের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ২য় তলা থেকে গ্রেফতার করা হয় তাদেরকে।
গ্রেফতার দুইজনই একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই ইয়াবা তাদের আরেক বন্ধুর কাছে উপহার হিসেবে পাঠাচ্ছিলেন! ঝুঁকি এড়াতে সেই ইয়াবা যাচ্ছিল ইয়ারফোনের নামে, ইয়ারফোনের প্যাকেটে!
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসীন সময় সংবাদকে জানান, গ্রেফতার দুইজন ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি নামের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা একই মেসে থাকতেন। সেখানেই তাদের বন্ধুত্ব। বর্তমানে তাদের কলেজ বন্ধ থাকায় এক বন্ধু চলে যান মেহেরপুর। সেই বন্ধুর জন্যই উপহার হিসেবে ইয়াবা পাঠাচ্ছিলেন দিপু ও সোহান। কেউ যাতে সন্দেহ না করে তাই তারা One Plus, Bullets Wireless Z2 ইয়ারফোনের মোড়কে ইয়াবাগুলো পাঠাচ্ছিলেন।
ঝুঁকি এড়াতে তারা সেই প্যাকেট নিয়ে যান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিন্তু কুরিয়ার সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এরপর ইয়ারফোনের প্যাকেট খুলে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
0 coment rios: