ছাত্রলীগ চোর, সরকার আইসিইউতে: বিএনপি
সরকারকে এখন আর দেশের মানুষ দেখতে চায় না জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার এখন আইসিইউতে আছে। রাজপথেই সরকারের সঙ্গে ফয়সালা করবেন তারা।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শুরুর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফাইল ছবি
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শুরুর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন দলটির নেতারা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা গরু চুরি থেকে শুরু করে এমন কোনো চুরি নেই যেখানে তারা জড়িত নয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির উৎসব নয়, বাংলাদেশের উৎসব। কারণ, এই দল সৃষ্টি হয়েছে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। আর গণতন্ত্রের লড়াইয়ে অন্তরায় আওয়ামী পুলিশবাহিনী, আওয়ামী বিচারক লীগ। সরকারি কর্মকর্তাদের রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। তা নাহলে জনগণ তাদের ছাড় দেবে না।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, এক দফার আন্দোলনের মাধ্যমেই বাকশালি সরকারকে বিদায় দিতে হবে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, তারা আসলে স্বৈরাচারী প্রতিভূ। আওয়ামী লীগ ঘুম-খুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দেবে না।
একই অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ লুটেরার দল, খুনির দল। এই লুটেরা-খুনিদের দলের সমাবেশে এখনও চেয়ারই ভরেনি। জনগণ কাকে চায়, ক্ষমতা ছেড়ে রাস্তায় আসেন, ভোট করেন তখন দেখা যাবে। এখনও সময় আছে বেগম জিয়ার হাতে-পায়ে ধরে মাফ চান। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দিন। চেয়ার থেকে নামালে চেয়ারের হাতলও ভাঙতে পারে, কাপড়ও ছিঁড়তে পারে।’
সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রবাসীদের রেমিট্যান্স লুট করে বিদেশে পাচার করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। তারা সরকারের পরিবর্তন চায়। তারেক রহমানের নেতৃত্বে এ লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে।’
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, সরকারের সঙ্গে ফয়সালা হবে রাজপথে। এই সরকারকে এখন আর দেশের মানুষ দেখতে চায় না। বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন আমান।
0 coment rios: