04 February 2024

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা সহ ০৫ সদস্য গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার হয়েছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা সহ ০৫ সদস্য গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার হয়েছে।

অনলাইন ডেস্ক // 
গত ২৪/০১/২০২৪ খ্রিঃ তারিখ ১৩:১০ ঘটিকা'য় বুড়িচং থানা'ধীন কালাকচুয়া সাকিনস্থ হাইওয়ে পুলিশ সুপার সিসি ক্যামেরা'র মিটারের জন্য স্থাপিত পোল হতে একটি ১০ কেভি ট্রান্সফরমার চুরির মামলা রুজু করা হয়। উক্ত মামলা'র প্রেক্ষিতে কুমিল্লা জেলা'র পুলিশ সুপার - এর - সার্বিক দিক নিদের্শনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স - এর - সহায়তায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়। এর - ধারাবাহিকতায় উক্ত চৌকস টিম কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ঘটনায় জড়িত আসামী : ১/ মোঃ মনির হোসেন (৩২) কে তাঁর বাড়ী চান্দিনা হতে গ্রেফতার করা হয়েছে। মোঃ মনির হোসেনের দেওয়া তথ্য মতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে সক্রিয় চোর চক্রের সদস্য ২/ মোঃ সোহেল (৩০) কে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামী মনির ও সোহেলদের দেখানো মতে অত্র মামলার ঘটনাস্থল হতে একটি ট্রান্সফরমারের খালি খোসা (বক্স) ও একটি ঢাকনা জব্দ করা হয়। অন্যান্য উদ্ধার'কৃত মালামালের বর্ননা - 

১। তামার তার ১৬ কেজি।

২। ছোট-বড় স্টিলের পাত ৫০ কেজি।

৩। তামার কয়েল ০৪টি যার ওজন ৪৪ কেজি।

৪। লোহার তার ১৪ কেজি ৫০০ গ্রাম।

৫। লোহার তৈরি কয়েলের ঢাকনা ০৩টি।

৬। ট্রান্সফরমারে ঢাকনা ০২টি।

৭। ট্রান্সফরমারের খালি খোসা ০১টি।
কুমিল্লা ঈদগাহ মোড়ে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ১৬ জন কিশোর অপরাধী গ্রেফতার হয়েছে।

কুমিল্লা ঈদগাহ মোড়ে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ১৬ জন কিশোর অপরাধী গ্রেফতার হয়েছে।

                      ছবি: সংগৃহীত 
অনলাইন ডেস্ক //
গত ০২/০২/২০২৪খ্রি. তারিখ অনুমান ১৬.৫০ ঘটিকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দের জেরে কিশোর গ্যাং - এর - ঈগল গ্রুপ ও রতন গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ছোটরা সাকিনের সেন্ট মাইকেল কিন্ডারগার্টেন স্কুলের দক্ষিণ পাশে রাস্তার উপর সমবেত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। তখন উভয় পক্ষের বেশ কয়েকজন লোক গুরুতর আহত হয়। উভয় গ্রুপের সদস্যরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ০৯ জন কিশোর গ্যাং - এর - সদস্যকে ১০টি দেশীয় অস্ত্র ও ০৯টি ককটেল সহ ধৃত করে। অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জন কিশোর গ্যাং এর সদস্য পালিয়ে যায়। কুমিল্লা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় - কোতয়ালী মডেল থানা ও জেলা ‍গোয়েন্দা শাখার একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং - এর - আরো ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে। রতন গ্রুপ এবং ঈগল গ্রুপ আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িত হয় । উভয় গ্রুপ ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তার করে দেশীয় অস্ত্র ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পরস্পরকে আহত করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের - নামে - কোতয়ালী মডেল থানা'য় পৃথক পৃথক আইনে মোট ০৪টি মামলা রুজু হয়েছে।

01 February 2024

কে হতে যাচ্ছেন কুমিল্লা সিটির নতুন মেয়র, শহরজুড়ে কৌতুহল

কে হতে যাচ্ছেন কুমিল্লা সিটির নতুন মেয়র, শহরজুড়ে কৌতুহল

অনলাইন ডেস্ক//
কে হচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নতুন মেয়র– এ নিয়ে আলোচনা এখন শহরজুড়ে।

           সংগৃহীত ছবিঃকুমিল্লা সিটি কর্পোরেশন 

 ফেসবুকে দোয়া চেয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও বসে নেই, তারাও পছন্দের নেতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

এই সিটির আগের তিনটি নির্বাচন দলীয় প্রতীকে হলেও এবার তা হচ্ছে না। তবে অভ্যন্তরীণ কোন্দল থাকায় আওয়ামী লীগ ও বিএনপি থেকে একাধিক নেতা প্রার্থী হওয়ার ইঙ্গিত মিলছে। গত সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নিজাম উদ্দিন কায়সার আসন্ন উপনির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। 
২০১১ সালের ১০ জুলাই কুসিকের যাত্রার পর ২০১২ সালের প্রথম নির্বাচনে নৌকার প্রার্থী প্রয়াত অ্যাডভোকেট আফজল খানকে হারিয়ে নাগরিক কমিটির ব্যানারে মেয়র হন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। ২০১৭ সালের ২য় নির্বাচনে ধানের শীষ প্রতীকে নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করেন তিনি। ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন মারা যান মেয়র রিফাত। আগামী ৯ মার্চ এই সিটিতে ভোটগ্রহণ হবে। 
উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম সিকদার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন, দলের উপদেষ্টা ও ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম, সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিনের বড় মেয়ে তাহসীন বাহার সূচনা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মিঠু, এফবিসিআইর পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ডা. আজম খান নোমান, সাবেক ছাত্রলীগ নেতা মো. মাহবুবুর রহমান ও প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের স্ত্রী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে। উভয়ে গত সিটি নির্বাচনে পরাজিত হন।  
মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘দলীয় প্রতীক না থাকলেও প্রার্থিতার বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের দলীয় ফোরাম থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচনে অংশ নেওয়ার আশা আছে।’ সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘দলীয় নেতাকর্মী ছাড়াও নগরীতে আমার অনেক অনুসারী ও মুরব্বি আছে, যারা বিগত সময়ে পাশে ছিলেন। সবার সঙ্গে কথা বলছি, অনেকেই নির্বাচন করতে ইতিবাচক মতামত দিচ্ছেন।’ নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমি এখন দলের বাইরে। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই নগরবাসীর দোয়া নিয়ে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করব।’  
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, কুসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই সিটিতে ভোটার ২ লাখ ৪২ হাজার।

06 January 2024

আজ রাত ১২টা থেকে বন্ধ মোটরসাইকেল চলাচল

আজ রাত ১২টা থেকে বন্ধ মোটরসাইকেল চলাচল

               ছবিঃ  সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ মধ্যরাত ১২টা থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তাছাড়া কাল রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপি বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এই নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।
নিষেধাজ্ঞা যেসব ক্ষেত্রে শিথিলযোগ্য : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন; আত্মীয়স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শনপূর্বক) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসাবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন।

নিষেধাজ্ঞা আরও যেসব ক্ষেত্রে শিথিলযোগ্য হবে তার মধ্যে রয়েছে-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর জন্য ১টি, প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে)-এর জন্য ১টি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে; সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে; নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল এবং প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত যানবাহন। ঢাকা মহানগর থেকে বের হওয়া বা ঢোকার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগে নিষেধাজ্ঞা শিথিল থাকবে

29 November 2023

14 October 2023

নামাজে ইউএনওকে সরে দাঁড়াতে বলায় চাকরি হারালেন ইমাম!

নামাজে ইউএনওকে সরে দাঁড়াতে বলায় চাকরি হারালেন ইমাম!

মসজিদে জুমার নামাজের খুতবা চলছিল। শার্ট-প্যান্ট পরা একজন ভদ্রলোক এসে ইমামের বরাবর
প্রথম কাতারে (সারি) বসেন। ইকামত দিয়ে নামাজ শুরুর পূর্বেমুয়াজ্জিন সেই ভদ্রলোককে ইমাম
বরাবর জায়গা থেকে একটুসরে তাকে জায়গা করে দিতে বলেন। কিন্তু ভদ্রলোক সরতে আপত্তি করায়
ইমামও তাকে সামান্য সরতে অনুরোধ করেন।
নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ওই ইমাম জানতে পারেন তার চাকরি নেই। কারণ যাকে
সরতে বলেছিলেন ওই মুসল্লি ছিলেন কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
ফোরকান এলাহি অনুপম।
মসজিদের ঘটনায় ইউএনও ক্ষুব্ধ হয়ে একাধিকবার সেই ইমামকে মসজিদের পুকুরের পানিতে
চুবানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন চাকরি হারানো সেই ইমাম।
শুক্রবার (১৩ অক্টোবর) ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল ইউনিয়ন ভূমি অফিস
সংলগ্ন ভাটরা কাছারী কেন্দ্রীয় জামে মসজিদে।
ঘটনার দিন সকাল থেকে ইউএনও মসজিদ সংলগ্ন সরকারি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন।
শনিবার (১৪ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়। মসজিদের একাধিক মুসল্লি ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তারা।
তবে ঘটনাটি অস্বীকার করেছেন ইউএনও।
মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল বাশার বলেন, ‘খুতবা পড়ার শেষ পর্যায়ে ইমামের বরাবর
প্রথম সারিতে শার্ট-প্যান্ট পরা একজন ভদ্রলোক এসে বসেন। ইকামত শেষে নামাজে দাঁড়ানোর সময়
মুয়াজ্জিন ওই ভদ্রলোককে একটুসরতে বলেন। এরপর আমি নামাজ পড়াই। নামাজ শেষে আমি
মসজিদ থেকে বের হলে ওই ভদ্রলোক আমাকে ও মুয়াজ্জিনকে মসজিদেরl দক্ষিণে সরকারি
পুকুরপাড়ে ডেকে নিয়ে যান।
চিনতে পারিনি। তখন ইউএনও স্যার উত্তেজিত হয়ে বললেন, কোনো কথা নেই। তোকে এখন
পানিতে চুবাবো। তুই কত বড় মাওলানা হয়েছিস তোর ইন্টারভিউ নেব।’
তখন তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ ও মেম্বার গোলাপ হোসেনকে মোবাইল
ফোনে ডেকে নিয়ে আসেন। তারা আসার পর ইউএনও স্যার আমাকে প্রশ্ন করেন, আমাকে সরতে
বললেন কেন? কোন কিতাবে আছে মুয়াজ্জিন ইমামের বরাবর দাঁড়াতে হবে? তখন স্যারকে বললাম,
ইমাম যদি কোনো কারণে নামাজ পড়াতে ব্যর্থহয় সে ক্ষেত্রে ইমামের বরাবর যিনি থাকেন তিনি
ইমামের দায়িত্ব পালন করতে হয়। তা ছাড়া আমরা আপনাকে চিনতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তিনি চেয়ারম্যান-মেম্বারকে বলেন, আমি যখন বলবো তখন ইমাম,
মুয়াজ্জিন ও কমিটির লোকদের আমার অফিসে নিয়ে আসবেন। উত্তরে ইউপি চেয়ারম্যান বলেন,
এমনি গেলে যাবে, না গেলে ধরে নিয়ে আসবো।’
প্রায় দুই ঘণ্টা জেরার পর আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুকুরপাড় থেকে পাকা সড়কের দিকে গেলে
মসজিদের এক মুসল্লি এসে আমার চাকরি নেই বলে জানান। ইউএনও স্যার এবং চেয়ারম্যান তাকে
পাঠিয়েছেন বলে জানান।
মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, ‘আমি শুক্রবার অন্য মসজিদে নামাজ
পড়েছি। আমাদের মসজিদে উপস্থিত ছিলাম না। কিন্তু বিকেলে শুনেছি জুমার নামাজের পরে ইমামের
সাথে নির্বাহী অফিসারের সমস্যা হয়েছে।’
মসজিদের মুয়াজ্জিন হাফেজ পারভেজ হোসেন বলেন, ‘আমি ইউএনও স্যারকে চিনতে না পেরে সরতে
বলেছিলাম। সে কারণে নামাজের পরে ইউএনও স্যার পুকুরপাড়ে নিয়ে আমাকে ও ইমাম সাহেবকে
অনেক প্রশ্ন করেন। উত্তেজিত হয়ে ইমাম সাহেবকে কয়েকবার পানিতে চুবাবেন বলেছেন।’
স্থানীয় পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ বলেন, ‘ইউএনও
স্যার ইমামকে পানিতে চুবাতে বলেছেন কি না আমি শুনিনি। তবে ইমাম-মুয়াজ্জিন সঠিক কাজ
করেননি। ইউএনও স্যারকে নামাজের সময় সরতে বাধ্য করেছেন। এটা তারা করতে পারেন না। তা
ছাড়া ইমামের এলেম (জ্ঞান) অনেক কম। ইউএনও স্যারের অনেক সহজ প্রশ্নের উত্তর ইমাম দিতে বলেন, ‘মসজিদের ইমাম উপজেলা থেকে নিয়োগ দেওয়া হয় না। আপনি যে ঘটনার কথা বলেছেন,
এমন কোনো ঘটনার বিষয়ে আমি অবগত নই।’ এ কথা বলেই মোবাইল ফোনের কলটি কেটে দেন
তিনি।

10 October 2023

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

     ছবিঃ সংগ্রহীত

সোমবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী।

অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, বেগম জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না । লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তার। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক। জরুরি ভিত্তিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। না হলে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন।

তিনি জানান, লিভারের সংক্রমণের কারণে বারবার পেটে পানি চলে আসছে বেগম জিয়ার। উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও কাজ হচ্ছে না। পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এ জন্য ইতোমধ্যে তাকে দুই দুই বার সিসিইউতে নেওয়া হয়েছে।

চিকিৎসক এফ এম সিদ্দিকী বলেন, বেগম জিয়ার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় এ পর্যন্ত ৪ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমাদের হাতে আর কিছু নেই, যা কিছু করার ছিল করেছি। উন্নত চিকিৎসাই একমাত্র ভরসা। ২ বছর আগে টিপস পদ্ধতিতে চিকিৎসা হলে বেগম জিয়ার পেটে ও হৃদযন্ত্রে রক্তক্ষরণ হতো না। উনার অবস্থাও এত আশঙ্কাজনক হতো না।

তিনি বলেন, বাংলাদেশে টিপস ও লিভার ট্রান্সপ্ল্যান্ট হয় না। ২০০৬ ও ২০০৮ এ বারডেমে পরীক্ষামূলকভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট চালু হলেও সেটি অব্যাহত রাখা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে পরীক্ষামূলক চালু হয়েও আবার বন্ধ হয়ে গেছে।

06 October 2023

কুমিল্লার স্বাদ রেস্টুরেন্ট এন্ড
পার্টিসেন্টার শুভ উদ্বোধন

কুমিল্লার স্বাদ রেস্টুরেন্ট এন্ড পার্টিসেন্টার শুভ উদ্বোধন

প্রতিবেদক
এ.এইচ.পারভেজ
             ছবিঃ  এ.এইচ.পারভেজ
কুমিল্লা নগরী ২২ নং ওয়ার্ড পদুয়ার বাজার বিশ্বরোড লাকসাম রোডে বৃহস্পতিবার বিকেলে জমকালো আয়োজন ও ফিতা
কাটার মাধ্যমে কুমিল্লার স্বাদ রেস্টুরেন্ট এন্ড পার্টিসেন্টার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন
পদুয়ার বাজার বিশ্বরোড জামে মসজিদের খতিব মুফতি মোঃ ওমর ফারুক। এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ২২ নং
ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী
ছাদেকুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কামাল হোসেন, ২২ নং ওয়ার্ডকাউন্সিলর মোঃ আজাদ হোসেন,
কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য মোঃ দুলাল হোসেন অপু, ২২ নং ওয়ার্ডযুবলীগের নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম,
সহ-সভাপতি ফয়েজ আহমেদ বুলু, মোঃ মনির, ২২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিন প্রমুখ।
অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো: রাসেল ও মো: আবুল খায়ের বলেন বাংলা ও চাইনিজ এন্ড থাইয়ের রুচিশীল খাবার
পরিবেশন করা হয়,প্রিয় কাস্টমার আপনাদের আত্মীয়-স্বজন ও প্রিয়জন, বন্ধু-বান্ধবদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানে খাবার
খাওয়ার জন্য আসবেন।

03 October 2023

কুমিল্লার বাগমারায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে,  ঘটনাস্থলে একজন নিহত হয়। এখনো হতাহতের এবং নিহতের সংখ্যা জানা যায় নি।

কুমিল্লার বাগমারায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে, ঘটনাস্থলে একজন নিহত হয়। এখনো হতাহতের এবং নিহতের সংখ্যা জানা যায় নি।

কুমিল্লার বাগমারায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে,  ঘটনাস্থলে একজন নিহত হয়। এখনো হতাহতের এবং নিহতের সংখ্যা জানা যায় নি।

30 September 2023

করোনার চেয়ে শক্তিশালী এক ভাইরাসের আগমনের সতর্ক বার্তা দিলেন বিজ্ঞানীরা এবং WHO,মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৫ কোটির মত।ডিজিজ এক্স

করোনার চেয়ে শক্তিশালী এক ভাইরাসের আগমনের সতর্ক বার্তা দিলেন বিজ্ঞানীরা এবং WHO,মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৫ কোটির মত।ডিজিজ এক্স

করোনার চেয়ে শক্তিশালী এক ভাইরাসের আগমনের সতর্ক বার্তা দিলেন বিজ্ঞানীরা। wHO এর মতে এই ভারাসে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ৫ কোটির মত।
"ডিজিজ এক্স"

17 September 2023

মিথ্যা মামলা, প্রাণ নাশের হুমকির বিরুদ্ধে  এবং পৈতৃক সম্পত্তির জন্য সংবাদ সম্মেলন।  কাজীপাড়া ২০ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন।

মিথ্যা মামলা, প্রাণ নাশের হুমকির বিরুদ্ধে এবং পৈতৃক সম্পত্তির জন্য সংবাদ সম্মেলন। কাজীপাড়া ২০ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন।

মিথ্যা মামলা,প্রাণনাশের হুমকির বিরুদ্ধে  এবং পৈতৃক সম্পত্তির জন্য সংবাদ সম্মেলন।  কাজীপাড়া ২০ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন। 
রিপোর্টার: এ.এইচ.পারভেজ
             ছবিঃ এ.এইচ.পারভেজ

কুমিল্লা নগরীর কাজীপাড়া এলাকায় ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে বাচঁতে ও জোরপূর্বক পৈতৃক সম্পত্তি রক্ষার জন্য,  ভূক্তভোগীর বাড়িতে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে জাকারিয়া ফেরদৌস মুন্না লিখিত সংবাদ সম্মেলনটি উপস্থাপন  করেন। এ সময় উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবদুল অহিদ, আবদুল খালেক, মাছুম, কাউসারসহ পরিবারের সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আসসালামু আলাইকুম,
 প্রিয় সাংবাদিক ভাইয়েরা। আজ আমরা নিজের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে 
গিয়ে মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা 
করছি। 
আমি জাকারিয়া ফেরদৌস মুন্না, পিতা-জামাল হোসেন, সাং-কাজীপাড়া, সদর দক্ষিন, জেলা-
কুমিল্লা। আমার দাদারা ৫ ভাই এর ৫৯৮/৯৯ দাগের মোট ১২ শতাংশ সম্পত্তি ও রমিজ গং এর 
৫ ভাইয়ের ৫৯৮/৯৯ দাগে ১২ শতাংশ সম্পত্তি বিদ্যমান থাকা অবস্থায় রমিজ গংগণ অবৈধভাবে 
আমাদের ১২ শতাংশ থেকে ১.৭৩ সেন্ট সম্পত্তি অবৈধভাবে রমিজ গং গন দখল করে আছে। 
আমরা আমাদের সম্পত্তি ফিরিয়ে পেতে চাইলে তারা আমাদের নামে মিথ্যা মামলাসহ নানাভাবে 
হুমকী দমকী দিয়ে আসছে। 
এতে আমরা নিজরে জীবনরে নিরাপত্তা নিয়ে শংকিত আছি। 
আমাদের সম্পত্তি মিমাংসা কল্পে একাধিকবার শালীশ দরবারে এলাকার কাউন্সিলর সহ সকল 
গণ্যমান্য ব্যাক্তি বর্গের সমন্বয়ে সিদ্ধান্ত হয় যে, আমাদেরকে রমিজ গং গন ১.৫০ সেন্ট সম্পত্তি 
ফিরিয়ে দিবে। কিন্তু তারা তালবাহনা করে এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের কথা মান্য না করে 
তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের নামের কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় 
মামলা দায়ের করে। 
উক্ত মামলায় আমরা সবাই জামিনে আছি। এছাড়াও কুমিল্লা ADM কোর্টে আরেকটি মামলা 
দায়ের করেন। 
এছাড়াও তারা আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি প্রানে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। তাদের এ ধরনের হুমকিতে 
আমরা নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত, যে কোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা রমিজ গং রা 
ঘটাতে পারে। আমরা এ ধরনের হুমকী দমকী থেকে বাচঁতে এবং আমাদের পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে 
পেতে এবং মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা 
করছি।

12 September 2023

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনশাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তাফাকে প্রত্যাহার।

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনশাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তাফাকে প্রত্যাহার।

ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন
শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তাফা
কে প্রত্যাহার।
শাহবাগ থানা। ছবি: সংগৃহীত
ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তাফাকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
 

এর আগে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনায় পুলিশের রমনা বিভাগ থেকে বদলি হওয়া অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বারডেম হাসপাতালে প্রশাসনিক এক কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এডিসি হারুন। সেই বাগ্‌বিতণ্ডা থামাতে ওই প্রশাসন কর্মকর্তার ডাকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীম হাজির হলে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে মারধরের অভিযোগ ওঠে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে। আহতদের একজন হাসপাতালে ভর্তি, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

06 September 2023

শীঘ্রই শুভ উদ্ধোধন হতে যাচ্ছে। কুমিল্লার স্বাদ। পদুয়ার বাজার বিশ্বরোড, লাকসাম রোড,  কুমিল্লা।

শীঘ্রই শুভ উদ্ধোধন হতে যাচ্ছে। কুমিল্লার স্বাদ। পদুয়ার বাজার বিশ্বরোড, লাকসাম রোড, কুমিল্লা।

শীঘ্রই শুভ উদ্ধোধন হতে যাচ্ছে। 
    কুমিল্লার স্বাদ। 
পদুয়ার বাজার বিশ্বরোড, লাকসাম রোড,  কুমিল্লা। 

03 September 2023

কুমিল্লায় প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া

কুমিল্লায় প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া











কুমিল্লায় প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া
রিপোর্ট ঃ এ.এইচ.পারভেজ
কুমিল্লা বরুড়ার খোশবাস হাইস্কুল মাঠে অত্যাধুনিক ২ টি অস্ত্র হাতে কয়েকজন সন্ত্রাসী কে মহড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও টিতে দেখা যায় জালালপুর গ্রামের সাইফুল ইসলাম এর ছেলে ফরহাদ হোসেন ও খোশবাশ গ্রামের শাহআলমের ছেলে রিয়াজ হোসেন কে। প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্রের মহড়া দিতে। কয়েকজন যুবক তাদেরকে টেনে পেছনে নিতে দেখা যায়।  সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে  ১৩ই আগস্ট।  এঘটনায় ব্যাপক চাঞ্চল্যকর ভীতি সৃষ্টি হয়েছে ওই এলাকাটিতে। কি নিয়ে এই অস্ত্রের মহড়া তা জানার চেষ্টা  চলছে।